স্পোর্টস ডেস্ক: নানা চড়াই-উৎরাই আর প্রতিবন্ধকতার পর অবশেষে ঘোষণা এলো বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে। আর এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) পক্ষ থেকে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়ান্টি ও একটি ওয়ানডে খেলার কথা রয়েছে সফরকারী বাংলাদেশের।
সম্প্রতি পাকিস্তান সফর করে বিসিবির পরিদর্শক দলের সবুজ সংকেতের ভিত্তিতে মূলত বিসিবি নারী ক্রিকেট দলকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে। কোনো অঘটন ছাড়াই জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর শেষ করে। এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তানে পাঠায়।
বাংলাদেশ মহিলা স্কোয়াড :
রুমানা আহমেদ, লতা মন্ডল, খাদিজাতুল কোবরা, সালমা খাতুন, ফারজানা হক, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, শারমীন সুলতানা, নিপার সুলতানা, শাহনাজ পারভীন, নাজনীন সুলতানা, মিতু রানী, জাহানারা আলম, আয়েশা রহমান এবং ফাতেমা রহমান।
২১ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু