রবিবার, ২৮ জুন, ২০২০, ০৪:৩৫:৪১

করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরলেন মাশরাফির শাশুড়ি

করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরলেন মাশরাফির শাশুড়ি

স্পোর্টস ডেস্ক : করোনাকালে যখন অনেকেই শ'ঙ্কা ও ভয়ে বি'প'র্যস্ত, তখন সুখবর এলো মাশরাফি বিন মুর্তজার পরিবার থেকে। প্রায় দুই সপ্তাহ করোনার সাথে লড়া'ইয়ের পর সুস্থ হয়ে উঠেছেন মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা। মাশরাফির স্ত্রী সুমনা হকের মা হোসনে আরা গত ১৫ জুন করোনা আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত হন।

করোনা পজি'টিভ আসার পর থেকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। নতুন নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তিনি এখন করোনামুক্ত, ইতোমধ্যে হাসপাতাল ছেড়ে নড়াইলের বাড়িতে পৌঁছেছেন হোসনে আরা।

মাশরাফির শাশুড়ির সুস্থতার খবরে স্বস্তি পেয়েছেন অনেকেই। ষাটোর্ধ্ব হোসনে আরা ডায়াবে'টিস রোগে ভু'গছিলেন। তবে কোনো জ'টিলতা ছাড়াই উপযুক্ত চিকিৎসা গ্রহণ করে সেরে উঠেছেন ছোঁয়াচে এই ভাইরাস থেকে। শাশুড়ি করোনা আক্রা'ন্ত হওয়ার পর মাশরাফির শরীরেও করোনা হা'না দেয়। এমনকি মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও আক্রা'ন্ত হন। তবে ঘরে চিকিৎসা নিয়েই দুই ভাই অনেকটা সেরে উঠেছেন।

করোনার উপ'সর্গ দেখা দিলে সাব'ধানতাব'শত নমুনা পরীক্ষা করান মাশরাফি। তাতে তার নমুনায় করোনার উপস্থিতি মেলে। এরপর থেকেই ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন মাশরাফি। জ্বর, কাশি বা অন্যান্য কোনো উপসর্গই প্র'ক'ট নয় তার। একইভাবে সেরে উঠছেন মাশরাফির ভাই মোরসালিনও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে