মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ০৯:৫১:৪৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, দল চূড়ান্ত

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: করোনার কারণে তামিম-মুশফিকদের শ্রীলঙ্কা সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর বাতিল হলেও এইচপি (হাই পারফরম্যান্স) দলের শ্রীলঙ্কা সফর বাতিল করতে রাজি নয় দেশের ক্রিকেটের অভিভাবক এই সংস্থা। সেকারণে পূর্ব সূচী অনুযায়ী সেপ্টেম্বরেই এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এই সফরকে সামনে রেখে মধ্য আগস্টে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। এজন্য ৩৮ জনের দল চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচক প্যানেল। সেখানে রয়েছে এইচপি ক্যাম্পের ক্রিকেটাররাও।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা রাজি হলে আমরা দল পাঠাতে পারবো। আমরা সেভাবেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। সামনে নিশ্চয়ই কোনো আলোচনা হবে।’

নান্নু আরো জানিয়েছেন, এজন্য দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। সফর চূ'ড়ান্ত হলে বাংলাদেশের দলটি যাবে হাম্বানটোটায়। সেখানে আইসোলেশন শেষে ট্রেনিং শুরু করবে দল।এরপর ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

শুধু এইচপি নয়, জাতীয় দলের স্থগিত হওয়া সফর নিয়েও দুই বোর্ডের আলোচনা হচ্ছে। অক্টোবর-নভেম্বরের ফাঁকা সূচিতে তিন টেস্ট খেলার ব্যাপারে কথা বলছে দুই বোর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে