শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ০৩:২০:৫৫

ভূতুড়ে ‘বিদ্যুৎ বিল’ নিয়ে তী'ব্র প্রতিবাদ জানালেন ক্রিকেটার সাইফউদ্দিন

ভূতুড়ে ‘বিদ্যুৎ বিল’ নিয়ে তী'ব্র প্রতিবাদ জানালেন ক্রিকেটার সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের এই সময় সবচেয়ে বেশি বিপাকে মধ্য ও নিম্নবিত্তের মানুষেরা। দিনে এনে দিনে খাওয়া এই মানুষদের উপর যেন “ম'রার উপর খাড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে ভূতুড়ে বিদ্যুৎ বিল। আর এই বিদ্যুৎ বিল নিয়ে তী'ব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন।

করোনাভাইরাসের কারণে গত মে মাস থেকে ঘর থেকে বের না হওয়াতে অনেকে বিদ্যুৎ বিল দিতে পারেননি। আর বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছিল বকেয়া বিদ্যুৎ বিল থাকলে চার্জ কাটবে না। কিন্তু এর পরবর্তী মাস থেকে দেখা যাচ্ছে আগে যেমন বিল আসছিল, তার দুগুণ বা তিনগুণও বিল আসছে। আর তাতেই ক্ষু'ব্ধ সাধারণ মানুষ। এমন প'রিস্থিতির শি'কার হয়েছেন সাইফউদ্দিন।

গত জুন মাসের সাইফউদ্দিনের বিদ্যুৎ বিল আসছে তিন হাজারের ও বেশি। যদিও সাইফ বলছেন তাদের প্রতি মাসে ৮শ থেকে ১ হাজার মধ্যে বিদ্যুৎ বিল আসে। কিন্তু এই মাসে তার তিনগুণ আসছে বলে জানিয়েছেন তিনি। তার মতে, আমরা হয়তো বিল দিয়ে যেতে পারবো। কিন্তু সাধারণ মানুষেরা কি করবে? করোনার এই সময়েও দূর্নীতি করছে মানুষ। আর তাই তিনি সাংবাদিক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

সাইফউদ্দিন লিখেন, “প্র'তিবাদ করার একটাই জায়গা সেটা হচ্ছে ফেসবুক, কাজ হোক আর নাইবা হোক! প্রতিমাসে যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা ছিল সেখানে তিনগুণ কীভাবে সম্ভব? এই করোনাকালে এত মানুষ মা'রা যাচ্ছে তাও মানুষের দুর্নীতির শেষ হচ্ছে না।”

“যদিও এই টাকাটা পরিশোধ করার মত সামর্থ্য আমার পরিবার এবং আমার আছে তারপরও এ দুর্নীতির শেষ কোথায়? যারা মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ তারা কিভাবে টাকাটা পরিশোধ করবে? তাদের তো পুরো মাস টানাটানি হয়ে যাবে। সাংবাদিক ভাই এবং প্রশাসনের লোকজনদের কাছে অনুরোধ থাকবে এদিকটা একটু আপনারা নজর দিন।”– যোগ করেন এই টাইগার অলরাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে