মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১১:০৫:০৮

নিজের শিকড় তুরস্কেই ফিরছেন জার্মানি ফুটবলার ওজিল?

নিজের শিকড় তুরস্কেই ফিরছেন জার্মানি ফুটবলার ওজিল?

স্পোর্টস ডেস্ক : দাদা তুরস্কের। তবে বাবা-মা দুজনেরই জার্মানিতে জন্ম। মেসুত ওজিলেরও জন্মস্থান জার্মানিই। জাতীয়তা জার্মানির, জাতীয় ফুটবল দলের বড় তারকা হিসেবে খ্যাতিও পেয়েছেন। কিন্তু নাড়ির টা'ন কি চাইলেই ভোলা যায়?

তুর্কি বংশোদ্ভূত ওজিল অনেকবারই নিজের শিকড়ের কথা বলতে গিয়ে সমা'লো'চিত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দারুণ সম্পর্ক। এমনকি ওজিলের বিয়েতেও উপস্থিত ছিলেন এরদোয়ান।

যেহেতু জার্মানি ও তুরস্কের রাজনৈতিক বৈ'রিতা রয়েছে। তাই ওই বিয়ের অনুষ্ঠানের ছবি নিয়ে ভীষণ স'মালোচ'নায় পড়েন ওজিল। কিন্তু তাতে যেন ‘থোড়াই কেয়ার’ জার্মান মিডফিল্ডারের।

সেই ২০১৩ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে আছেন ওজিল। তবে সাম্প্রতিক সময়ে এখানে আগের মতো দাম পাচ্ছেন না। গানার কোচ মাইকেল আর্তেতা প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হওয়ার পর একটি ম্যাচেও সুযোগ দেননি এই প্লে-মেকারকে।

ফলে সামনের মৌসুমে ওজিলের দলবদলের গু'ঞ্জন শোনা যাচ্ছে। তার চেয়েও বড় খবর, ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে টা'নতে চাইছে তুরস্কেরই একটি ক্লাব, নাম-ইস্তাম্বুল বেসাকশেহির।

আর্সেনালের সঙ্গে চুক্তি এক বছরেরও কম সময় বাকি। ‘নাইন্টি মিনিট’ এর এক প্রতিবে'দনে এসেছে জার্মানি জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচ খেলা ওজিলকে আগামী মৌসুমেই দলে টা'নার পরিকল্পনা করছে ইস্তাম্বুল বেসাকশেহির।

তুর্কি সুপার লিগে লিগে প্রথমবারের মতো শিরোপা জেতা বেসাকশেহির চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্য নিয়ে দলকে শ'ক্তিশালী করতে চাইছে। যেহেতু এরদোয়ানের সঙ্গে তার ভালো সম্পর্ক, ওজিলকে আনতে চাইলে সরকারের সমর্থনও পাবে ক্লাবটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে