শনিবার, ২৫ জুলাই, ২০২০, ০৯:০৩:৩৩

এবার আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন ডি ভিলিয়ার্সরাও

এবার আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন ডি ভিলিয়ার্সরাও

স্পোর্টস ডেস্ক:  করোনাভাইরাস সং'ক্রমণের মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে খেলার অনুমতি পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। আগামী ১৯ সেপ্টেম্বরে থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। আকর্ষণীয় এ টুর্নামেন্টে খেলতে জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আইপিএলের ১৩তম আসরে দক্ষিণ আফ্রিকা থেকে ১০ ক্রিকেটার অংশ নেবেন। তাঁরা হলেন- এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ক্রিস মরিস, কুইন্টন ডি কক, ফাফ ডু-প্লেসিস, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, হার্দাস ভিলিওয়েন ও ডেভিড মিলার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মিডিয়া ম্যানেজার ককেটসো গাওফেতোগে এনি নিউজকে বলেন, 'আইপিএল উপলক্ষে ক্রিকেটারদের অবশ্যই অনাপত্তিপত্র দেবে ক্রিকেট বোর্ড।'

আইপিএলে খেলতে নিজ দেশের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে করোনাভাইরাসের সং'ক্রমণের মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে বোর্ড এর দায়ভার নেবে না। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের খেলোয়াড়দের জন্য এমন কোনো শর্ত জুড়ে দেয়নি। গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনার কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে