শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০১:১২:১২

৫০০ তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

৫০০ তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক : বুধবার ম্যাচে নামার আগে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তদের আবদার ছিল, ‘গোল করতে হবে৷’ গোল করে ভক্তদের আবদার মেটালেন৷ এবং বার্সালোনার জার্সি গায়ে নিজের ৫০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি৷ এদিন লা লিগায় বার্সিলোনা ৪-০ উড়িয়ে দিল রিয়েল বেটিসকে৷ দলের দ্বিতীয় গোলটি এসেছে মেসির পা থেকে৷ ৩৩ মিনিটে নেইমারের পাস ধরে গোল করেন তিনি৷ বার্সার হয়ে ৪২৫ গোল হয়ে গেল মেসির। এর আগে ম্যাচের ২৯ মিনিটে ওয়েস্টারম্যানের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল বার্সা৷ দ্বিতীয়ার্ধে দলের তৃতীয় ও চতুর্থ গোলটি করেন লুই সুয়ারেজ৷ এই জয়ের ফলে লা লিগা–র পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল লুই এনরিকের দল৷ রিয়েল মাদ্রিদ নেমে গেল দ্বিতীয় স্থানে৷ জয় দিয়ে ২০১৫ শেষ করতে পেরে বেশ খুশি মেসি৷ বলেন, ‘এই বছরটা আমাদের দুর্দান্ত কাটল৷ বছরের শেষটা ভালভাবে করতে চেয়েছিলাম৷ সেটা করতে পেরেছি৷ খুশি৷ এই বছর যা সাফল্য পেয়েছি, আগামী বছর তার থেকে ভাল কিছু করা খুব কঠিন৷ কিন্তু আমাদের লক্ষ্য সেটাই৷ ২০১৬–তে আরও ট্রফি জিততে চাই। একের পর এক ম্যাচ জিতে যাওয়ার ক্ষমতা আমাদের দলের আছে৷’ এদিনের ম্যাচে রিয়েল মাদ্রিদের একটি রেকর্ড ভেঙে দিয়েছে বার্সালোনা। ২০১৪ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৮টি গোল করেছিল রিয়েল। বুধবার মেসি গোল করার পরই বার্সালোনার গোল ১৭৮ হয়ে যায়। সুয়ারেজের দুটি গোলে তা বেড়ে দাঁড়ায় ১৮০। এই বছর মেসির গোলসংখ্যা ৪৮, সুয়ারেজেরও ৪৮। নেইমার গোল করেছেন ৪১টি। এই বছরে বার্সালোনার মোট গোলের ৭৫ শতাংশই করেছেন এই ট্রায়ো। ম্যাচ শেষের পর বার্সা কোচ লুই এনরিকে বলেছে‍ন, ‘এই বছরে আমরা যা খ্যাতি অর্জন করেছি, নতুন বছরে চাইব সেটাই ধরে রাখতে।’ সাফল্যের নিরিখে ২০১৫–কে কত নম্বর দেবেন? এনরিকের জবাব, ‘১০–এর মধ্যে ৯।’ ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে