শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৫:০৭:৩৪

৪২ বছর পর ইতিহাস গড়লেন অশ্বিন

৪২ বছর পর ইতিহাস গড়লেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুটা যখন করেছিলেন রবি‍চন্দ্রন অশ্বিন, তখন হয়ত ভাবতেও পারেননি শেষটা এরকম হতে পারে। টেস্ট বোলারদের তালিকায় ১৫ নম্বর থেকে শুরু করে একের পর এক ধাপ পেরিয়েছেন এই ভারতীয় অফস্পিনার। জীবনের সেরা পুরস্কারটা সম্ভবত পেলেন বছরের শেষ দিন, যেদিন আইসিসি তালিকায় ডেল স্টেনকে সরিয়ে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে ঘোষণা করা রবিচন্দ্রন অশ্বিনের নাম। সৃষ্টি হল ইতিহাস। ৪২ বছর পর এই প্রথম কোনও ভারতীয় বোলার টেস্টে এক নম্বর হলেন। বোলারের পাশাপাশি, সেরা টেস্ট অলরাউন্ডারও নির্বাচিত হয়েছেন অশ্বিন। অশ্বিন নিঃসন্দেহে বছরটা ভুলতে পারবেন না। ২২ বছর পর তার বোলিংয়ের ওপর ভর করেই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছে ভারত। ঘরের মাঠে বিশ্বের এক নম্বর টেস্ট দলকে পদানত করতেও প্রধান ভূমিকা নিয়েছিলেন অশ্বিনই। ৪ টেস্টে ৩১টি উইকেট নিয়ে তিনিই সেরা বোলার। গোটা বছরে ৯টি টেস্ট খেলে অশ্বিনের পকেটে ঢুকেছে ৬২টি উইকেট। ৪ পয়েন্ট পেছনে ফেলেছেন গতবারের বর্ষসেরা বোলার স্টেনকে। তবে সব থেকে বড় ব্যাপার, তিনিই দ্বিতীয় ভারতীয় বোলার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। ১৯৭৩ সালে বিষেণ সিং বেদি শেষবার এক নম্বর বোলার হয়েছিলেন। পরে ভাগবত চন্দ্রশেখর, কপিলদেব বা অনিল কুম্বলে— সবাই দ্বিতীয় স্থান পেয়েছেন, কিন্তু তালিকার শীর্ষে থাকতে পারেননি। অশ্বিন নিজেও অভিভূত। জানিয়েছেন, যে কোনও বোলারের কাছেই এক নম্বর হতে পারাটা একটা গর্বের ব্যাপার। ‘গত ১২ মাস ধরে যে পরিশ্রম করেছি, যা উন্নতি করেছি, তারপর বিশ্বের এক নম্বর হতে পারাটা অনেকটা কেকের ওপর চেরির মতো। আমি প্রতিদিন এটার স্বপ্ন দেখেছি। ২০১৫ শেষ করার জন্য এর থেকে ভাল সংবাদ আর হতে পারে না।’ বেদির মতো বিশ্বখ্যাত স্পিনারের সঙ্গে একই গোত্রে ঢুকে গেলেন অশ্বিন। তার বর্ণনায়, ‘এটা একটা গর্বের ব্যাপার। উনি স্পিনে বিশ্বের সেরা বোলার ছিলেন। ওর পদানুসরণ করতে পরে আমি গর্বিত।’ আস্থা রাখার জন্য টেস্ট অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন। অশ্বিন জানালেন, ‘আমার এই পারফরমেন্সের জন্য একটা বড় ধন্যবাদ প্রাপ্য বিরাট কোহলির। আমাকে অনুপ্রাণিত করেছে ও। এছাড়া, আমার সতীর্থদের এবং টিম ম্যানেজমেন্টকে এবং বিসিসিআই–কেও ধন্যবাদ জানাতে চাই।’ ১ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে