শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১১:০৭:৫৯

পড়াশোনায় ক্ষেপে অবাক করা বুলি মুস্তাফিজের

পড়াশোনায় ক্ষেপে অবাক করা বুলি মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান ক্ষেপে গেছেন পড়াশোনার উপর। ক্ষেপে গিয়ে অবাক করা নানা বুলি ছেড়েছেন তিনি। ২০১৫ সালের জন্য আইসিসির বর্ষসেরা হন ক্লাস নাইনে উঠেই পড়াশোনাকে গুডবাই জানানো মুস্তাফিজ। পড়াশোনা নিয়ে নতুন করে প্রশ্নও ছাড়েন তিনি। পড়াশোনা তার জীবনে কি কাজে এসেছে? সবার কাছে এই প্রশ্ন রাখেন তিনি! দলের অনেক ক্রিকেটারই বেশ শিক্ষিত। এই বিষয়টি মোটেই অনুপ্রেরণা দেয় না তাকে। মুস্তাফিজুর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, পড়াশোনা আমার কখনো ভালো লাগেনি। আর এখনো ভালো লাগে না। মুস্তাফিজ বলেন, আমি ভাই ক্রিকেটটাই পারি। অন্যদের শিক্ষা দীক্ষার বিষয় কানে আসলেও আমর কোনো অনুভূতি নেই। সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, আমি ভাই ক্রিকেট নিয়েই থাকতে চাই। মুস্তাফিজের ছোট বেলার বন্ধুদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এটিও মাথায় আনতে চান না মুস্তাফিজ। শুধু ক্রিকেট নিয়েই থাকতে চান বয় মুস্তাফিজ। ১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে