শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১২:২৫:৫৬

বিপুল ভোটে নির্বাচিত গাঙ্গুলিকে ভারতের গুরুদায়িত্ব

বিপুল ভোটে নির্বাচিত গাঙ্গুলিকে ভারতের গুরুদায়িত্ব

স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলি ক্রিকেট থেকে বেশ আগে অবসর নেন। অবসর নেয়ার পরেই হয়ে যান পুরোদস্তুর মিডিয়া ব্যক্তিত্ব। কিন্তু তাতেই সন্তুষ্ট থাকেন নি তিনি। একদিকে ক্রিকেট ও অন্যদিকে ক্লাব ফুটবল টিমের মালিক হন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি। এর পরে কয়েকদিন আগে সিএবি’র সভাপতি করা হয় সৌরভ গাঙ্গুলিকে। এবার ভারতের আরো একটি গুরুদায়িত্ব সৌরভ গাঙ্গুলির। ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসির একজিকিউটিভ কাউন্সিলে যুক্ত করা হল সিএবি সভাপতিকে৷ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সভায় ২১ জনের কমিটি গঠন করা হয়। বিপুল সংখ্যেক ভোট পেয়ে এই দায়িত্বে নির্বাচিত হন তিনি। আগামী তিন মাসের মধ্যে প্রয়াত সিএবি ও বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার জায়গায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। সৌরভ গাঙ্গুলি ছুঁয়ে দিতে পারেন এই চেয়ারটিও। ১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে