বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২০, ১০:৪৭:৪৫

মেসি এবার অসহায় সিরিয়ার শিশুদের ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী উপহার দিলেন

মেসি এবার অসহায় সিরিয়ার শিশুদের ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী উপহার দিলেন

স্পোর্টস ডেস্ক: এবার ইউনিসেফের সাথে যৌথ উদ্যোগে সিরিয়ার নয়টি প্রদেশের বাচ্চাদের জন্য ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে লিওনেল মেসি ফাউন্ডেশন। সারাবিশ্বে ভাগ্যহত শিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে এই ফাউন্ডেশন গঠন করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

এদিকে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির অর্থায়নে পরিচালিত তার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা। আনন্দের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সিরিয়ান শিশুদের। একইসাথে এর মাধ্যমে বাচ্চারা যাতে সামাজিক দক্ষতাও অর্জন করতে পারে সেটাও লক্ষ্য রাখা হয়েছে। স্কুল যাতে একটি বাচ্চার জন্য বিনোদনের জায়গা হয়ে উঠতে পারে এবং এর মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষাটাও তারা পেতে পারে।

শিক্ষা উপকরণগুলো সিরিয়ার যে ৯টি প্রদেশে বিতরণ করা হয়েছে সেগুলো হলো- হাসাকা, কুনেইট্রা, আলেপ্পো, হামা, হোমস, ডারা, ডায়ার এজ-জো, সুয়েডা ও দামাস্কাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে