শনিবার, ০৮ আগস্ট, ২০২০, ১১:২২:২৩

সাবেক ছাত্র হিসেবে সাকিবকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে

সাবেক ছাত্র হিসেবে সাকিবকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে

স্পোর্টস ডেস্ক : অবশেষে নিষে'ধা'জ্ঞা শেষ হওয়ার আগেই অনুশীলনে ফিরছেন সাকিব আল হাসান। সেপ্টেম্বরে বিকেএসপিতে শুরু করবেন ব্যক্তিগত অনুশীলন। নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

বর্তমানে স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে আছেন সাকিব। তার দেশে ফেরার কথা চলতি মাসের শেষে। আধুনিক ক্রিকেটের সব ধরণের সুযোগ সুবিধা আছে বিকেএসপিতে। সাকিব নিজেও এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র। তাই তো তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলেই জানান ফাহিম।

এদিকে জু'য়াড়ির কাছ থেকে প্র'স্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষি'দ্ধ করেছে আইসিসি৷ তবে দোষ স্বী'কার করায় এক বছর পর, অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবরে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের বি'রু'দ্ধে শা'স্তির বিষয়টি আইসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এক টুইটে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বলেছে, জু'য়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করে অন্যায় করেন সাকিব, এ কারণে তার দু’ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নি'ষিদ্ধ থাকার কথা৷ অবশ্য দোষ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত রাখা হয়।

আগামী ২৯ অক্টোবর আইসিসির দেয়া ১ বছরের নিষে'ধাজ্ঞা শেষ হবে সাকিবের। এরপরই ফেরার অনুমতি পাবেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। সে লক্ষ্যে বিকেএসপিতে নিজেকে প্রস্তুত করবেন, সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে