শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১২:৩২:৫৪

যা কখনও চিন্তাই করেননি তাই হলো মেসির জীবনে

যা কখনও চিন্তাই করেননি তাই হলো মেসির জীবনে

স্পোর্টস ডেস্ক: যা কখনও চিন্তাই করেননি তাই হলো মেসির জীবনে। ইয়োহান ক্রুইফ, দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, পেপ গার্দিওলা- বার্সেলোনার জার্সিতে কারোরই এমন হা'র ছিল না। যে হা'রের ল'জ্জা পেতে হলো ক্লাবটির ইতিহাসসেরা ফুটবলার লিওনেল মেসিকে। মাঠে ৯০ মিনিট শুধু বায়ার্ন মিউনিখের ফুটবলারদের গোল প্রদর্শনী আর সতীর্থদের অসহা'য়ত্ব দেখে গেলেন তিনি।  প্রশ্ন উঠেছে শো'চনীয় প'রাজয়ের পরও কি বার্সেলোনাতেই থাকবেন মেসি?

কাতালান ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন এই আর্জেন্টাইন সুপারস্টার। শুক্রবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে বি'ধ্ব'স্ত হওয়ার পর ভবিষ্যত নিয়ে নিশ্চিতভাবেই ভাববেন তিনি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড মনে করেন, বার্সেলোনা ছাড়া উচিত মেসির। ম্যাচের পর বিটি স্পোর্টসকে ফার্ডিনান্ড বলেন, ‘রাতে বাড়ি ফিরে মেসি কী ভাববে? এই মুহূর্তে, ইউরোপের অন্য দলগুলোর তুলনায় যে অবস্থায় আছে বার্সেলোনা, তাতে কি বসে বসে অপেক্ষা করার সময় আছে মেসির হাতে?’

ফার্ডিনান্ড মনে করেন, আগামী দুই তিন বছরেও ফর্ম ধরে রাখতে পারবেন মেসি। তবে বার্সেলোনার থাকলে মেসিকে হয়তো বড় শিরোপা ছাড়াই কা'টাতে হবে। বায়ার্নের কাছে হারের পর খোদ বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে স্বীকার  করেছেন অনেক কিছু বদলানো প্রয়োজন বার্সেলোনার। বলার অপেক্ষা রাখে না কোচিং স্টাফে পরিবর্তনসহ মূল দলেও অনেক পরিবর্তন আসবে সামনে।

ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ বলেছেন, ‘বেশ কিছু সি'দ্ধান্ত এরই মধ্যে আমরা নিয়ে ফেলেছি। আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু সি'দ্ধান্ত নেয়া হবে। আগামী সপ্তাহ থেকে একের পর এক ঘোষণা আসবে সেসবের।’ সিনিয়র ফুটবলারদের মধ্যে কয়েকজনকে আগামী মৌসুমে নাও দেখা যেতে পারে ন্যু ক্যাম্পে। মেসিও কি তাদের দলে থাকবেন?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে