শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৭:৫৮:৫৪

সেদিন রাত ৪টা পর্যন্ত কেঁদেছিলেন তামিম

সেদিন রাত ৪টা পর্যন্ত কেঁদেছিলেন তামিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবাল গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। সেই সিরিজে দেশের হয়ে সবচেয়ে বেশি তার ব্যাটই হেঁসেছিল। তিন ম্যাচে তিনি যথাক্রমে ১৩২, ১১৬ ও ৬৪ রান করেছিলেন। জুনে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেছিলেন হাফ সেঞ্চুরি। কিন্তু এর পরই নিভে যায় তামিমের ব্যাট। ওই সিরিজে ভারতের বিপক্ষে বাকি দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে মাত্র ১৩ এবং ৫। পরে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টিতে করেছিলেন মাত্র ১৮ । সেই সিরিজে প্রশ্ন উঠেছিল তার আউট হওয়ার ধরণেও। এমনকি পরের তিন ম্যাচে প্রথম দুই ম্যাচে তামিমের রান ছিল যথাক্রমে ০ এবং ৫। তামিমের ধারাবাহিক এই বাজে পারফরম্যান্স ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে প্রোটিয়াদের বিপক্ষে ওই সিরিজের তৃতীয় ওয়ানডেতে তার দলে খেলা নিয়ে তৈরি হয় বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তাকে ফোন করেছিলেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর ফোনে তিনি নির্দেশনা দিয়েছিলেন, তামিমকে যেন তৃতীয় ওয়ানডে দলে না রাখা হয়। হোটেলে ফেরার পথে টিম বাসে তামিমকে সভাপতির এই নির্দেশনার ব্যাপারে জানান কোচ চান্দিকা হাতুরুসিংহে। আর এই খবর শোনার পর তামিম এতোটাই দিশেহারা ছিলেন যে, নিজের হোটেলরুমে রাত চারটা পর্যন্ত কেঁদেছিলেন! তবে, নিজেকে প্রমাণ করতে তামিম একদমই সময় নেন নি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই খেলেছিলেন ৬১ রানের অপরাজিত এক ইনিংস। দক্ষিণ আফ্রিকার দেয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি। নিউএজ ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে