শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৬:৩৭

অনন্য এক রেকর্ডের সামনে বিতর্কিত আম্পায়ার আলিম দার

অনন্য এক রেকর্ডের সামনে বিতর্কিত আম্পায়ার আলিম দার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিয় বিশ্বকাপের কোয়াটার ফাইনালের ভারত-বাংলাদেশের ম্যাচটির কথা নিশ্চয় সবার মনে আছে। সেই ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় এসেছিলেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার। বিতর্কিত সেই আম্পায়ার এবার অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের তৃতীয় আম্পয়ার হিসেবে তিনি শততম টেস্ট ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। শনিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ পরিচালনা করলেই ৪৭ বছর বয়সী আলিম এই রেকর্ডের মালিক হবেন। এর আগে আইসিসির এলিট প্যানেলে ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার ও দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ার্টজেন এই গৌরব অর্জন করেন। আলিম দার ২০০৩ সাল থেকে টেস্ট ক্রিকেটে আম্পয়ারের দায়িত্ব পালন করে আসছেন। তিনি এখন পর্যন্ত ৯৯ ম্যাচ পরিচালনা করেছেন। আর ২০০০ সাল থেকে ওয়ানডে ক্রিকেট এ পর্যন্ত ১৭৮ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০০৪ সালে তিনি আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হন। এরপর ২০০৯, ২০১০ ও ২০১১- টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন তিনি। শততম টেস্ট ম্যাচ পরিচালনার মাইলফলক স্পর্শ করার আগে আলিম দার বলেন, ‘আম্পায়ারিং ক্যারিয়ারে এমন বিরল একটি মাইলফলকের সামনে দাঁড়ি আমি গর্বিত ও আনন্দিত। কত দ্রতই না সময় পেরিয়ে যায়! এ পর্যন্ত হাজার হাজার ক্রিকেট দর্শকের কাছ থেকে আমি ভালবাসা পেয়েছি। শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, আইসিসিকে অনেক ধন্যবাদ দিতে চাই।’ ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে