শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১০:১৩:৫৬

দেশব্যাপী ক্রিকেটার খোঁজা শুরু করছে বিসিবি, আপনিও তুলে ধরুন আপন প্রতিভা

দেশব্যাপী ক্রিকেটার খোঁজা শুরু করছে বিসিবি, আপনিও তুলে ধরুন আপন প্রতিভা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান ক্রিকেটার লুকিয়ে রয়েছে। যারা নিজেদের সকল যোগ্যতা থাকার পরেও আপন প্রতিভা ‍তুলে ধরার সঠিক জায়গা পাচ্ছেন না। এমন সব প্রতিভাবান ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সারাদেশ থেকে প্রতিভাবান ফাস্ট বোলার খুঁজে বের করতে ‘রবি ফাস্ট বোলার হান্ট’ নামে একটি ক্যাম্পেইন চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি আজিয়াটা লিমিটেড। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে। শুক্রবার থেকে শুরু হয়েছে এর নিবন্ধন কার্যক্রম। এসএমএস অথবা অনলাইন এবং দেশজুড়ে নির্দিষ্ট রবি ওয়াক-ইন-সেন্টারে গিয়েও নিবন্ধন করা যাবে। ফাস্ট বোলিং প্রতিভা মেলে ধরার এ সুযোগ ছেলে ও মেয়ে উভয়ের জন্যই থাকছে। অংশগ্রহণকারীদের বয়স ১৬ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত আগ্রহী তরুণ-তরুণীরা নিবন্ধন করতে পারবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে যাচাই-বাছাইপর্ব শেষে শীর্ষ ১২ জন (১০ জন ছেলে ও ২ জন মেয়ে) খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হবে। সেই ১২ জন যেন জাতীয় পর্যায়ে খেলতে পারেন এজন্য তাদের হাই পারফরম্যান্স টিমের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। আগ্রহী অংশগ্রহণকারীরা রবি নম্বর থেকে ফাস্ট (FAST) লিখে ২১২১৩ নম্বরে এসএমএস করে নিবন্ধন করতে পারবেন। এসএমএস পাঠানোর পর তার সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে বলে একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে। এছাড়া www.wearetigers.com.bd সাইটটি ভিজিট করে বা নির্দিষ্ট রবি-ওয়াক-ইন সেন্টারে গিয়েও নিবন্ধন করা যাবে। দুই দফায় এই ক্যাম্পেইনটি চলবে। প্রথম দফাটি শুরু হবে ১৭ জানুয়ারি এবং দেশের ১৬টি স্থানে ফাস্ট বোলার নির্বাচন প্রক্রিয়া চলবে। চূড়ান্ত নির্বাচনের জন্য বাছাইকৃত ৬৪ জনকে হাই পারফরম্যান্স ক্যাম্পে অংশগ্রহণের জন্য ঢাকায় নিয়ে আসা হবে। ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে