শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ১১:০৪:১০

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ার তিনজনের দুজনই বাংলাদেশের

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ার তিনজনের দুজনই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ২০১৫ সালের জন্য বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। তাদের এই ঘোষিত একাদশে এশিয়া থেকে স্থান পেয়েছেন তিন ক্রিকেটার। যার দুইজনই বাংলাদেশী। শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারার পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে দলে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া নিউজিল্যান্ডের সর্বোচ্চ চার জন এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই দলে। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মতো, ইংল্যাণ্ড, ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটারের জায়গা হয়নি এই একাদশে। এক নজরে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলঃ ১) ব্রেন্ডন ম্যাককালাম ২) মার্টিন গাপ্টিল ৩) কেন উইলিয়ামসন ৪) কুমার সাঙ্গাকারা ৫) এবি ডি ভিলিয়ার্স ৬) সাকিব আল হাসান ৭)গ্লেন ম্যাক্সওয়েল ৮) মিশেল স্টার্ক ৯) মুস্তাফিজুর রহমান ১০) ইমরান তাহির ১১) ট্রেন্ট বোল্ট ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে