শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৮:১৪

বিশ্বমিডিয়া কি লিখল, এশিয়ার সেরা টি-টোয়েন্টির আসর কি বিপিএল?

বিশ্বমিডিয়া কি লিখল, এশিয়ার সেরা টি-টোয়েন্টির আসর কি বিপিএল?

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে তৃতীয়বারের মত বিপিএলের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার চমক দেখাল এই আসরটিই। অভিভূত হওয়ার মত একটি সংবাদ প্রকাশ করে বিশ্বমিডিয়া। খবরটির নির্মাতা ইএসপিএন। খবরের চুম্বকীয় অংশ বলেই এমন শিরোনাম ‘বিশ্বমিডিয়া কি বলল? এশিয়ার সেরা টি-টোয়েন্টির আসর বিপিএল!’বিপিএলের তালিকাভূক্ত ক্রিকেটাররাই এশিয়ার রাজত্বে। এশিয়া মহাদেশের অনেক ভালো ভালো ক্রিকেটারই রয়েছেন যারা ২০১৫ বিপিএল আসরে অংশ নেয়নি। প্রতিবেশী দেশ হওয়ার পরেও ভারত থেকে কোনো ক্রিকেটার বিপিএল খেলতে আসেনি। রিপোর্টটি বিপিএল নিয়ে মূলতঃ নয়, গোটা বিশ্ব নিয়েই। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে হাজির হয়েছে বিপিএল। ইএসপিএনের বিশ্ব একাদশে এশিয়া মহাদেশের মধ্যে ঠাঁই পেয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার। আর দেখা গেল এই ৩ ক্রিকেটারই বাংলাদেশ প্রিমিয়ার লিগের তালিকাভূক্ত ক্রিকেটার। ক্রিকেটার তিনজন হলেন, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও ইয়াসির শাহ। এবারের বিপিএলে সাকিব রংপুর রাইডার্স আর অপর দুইজন ঢাকা ডিনামাইটসের হয়ে খেলতে নামেন। এটি পর্দার আড়ালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেন অনন্য একটি সফলতা বৈ কি! ২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে