শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৩:০৭:৫৭

ভারতকে কঠোর হুঁশিয়ারি আফগানদের, পাল্টা জবাব ভারতের

ভারতকে কঠোর হুঁশিয়ারি আফগানদের, পাল্টা জবাব ভারতের

স্পোর্টস ডেস্ক : ৩ জানুয়ারি কঠিন লড়াই হবে ভারত ও আফগানিস্তানের মধ্যে। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে এই দুই দেশ। শিরোপা ছিনিয়ে নেয়ার জন্য মাঠে নামার আগে ভারতকে কঠোর হুঁশিয়ারি দেয় আফগানিস্তান। গতবারের কাপজয়ী দলের কোচ সাবধান করেন প্রতিপক্ষকে। আফগানিস্তান কোচ পিটার সেগার্ট ভারতকে সতর্ক করেন। পিটার বলেন আফগানিস্তান দলের ২০ জনের মধ্যে ১৫ জনই বিদেশের মাটিতে খেলে। আফগান কোচ জানান, কেউ জার্মানি, কেউ ডেনমার্ক, কেউ আবার যুক্তরাষ্ট্র, কিংবা মালয়েশিয়ায় বিভিন্ন লিগে খেলেন। এদের হারিয়ে দেয়া সহজ হবে না। রোববার সাফ ফাইনালের লড়াইটা সুনীল ছেত্রীদের সাথে ফুটবল লড়াইয়ে নামবে আফগানিস্তান। এবারও শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী আফগান কোচ। তিনি প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, আমাদের টিমের সদস্যরা জানেন যে কিভাবে ম্যাচে জয় পেতে হয়। অন্যদিকে ভারতীয় টিমের কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনও ভাবছেন বিষয়টি। আফগান টিমকে ভয় পাচ্ছেন তিনি। তবে পাল্টা জবাবও দিয়েছেন তিনি। নিজ দলের ফুটবলারদের সতর্ক করছেন তিনি। তিনি বলেন, ওদের চেহারাগুলোও খুব টাফ। দারুণ ছন্দে রয়েছে। কিন্তু ওদের মোটেই সুযোগ দেয়া যাবে না। শিরোপার দিকে দৃষ্টি রেখেই আমাদের মাঠে নামতে হবে। প্রসঙ্গত, র‌্যাঙ্কিংয়ে আফগানরা ভারতের চেয়ে ১৬ ধাপ এগিয়ে রয়েছে। ২ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে