শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৩:১৩:১৯

ছক্কা মারায় গেইলের ধারে কাছেও নেই পিটারসন!

ছক্কা মারায় গেইলের ধারে কাছেও নেই পিটারসন!

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান ক্রিকেট দানব ক্রিস গেইল ও ইংলিশ খেলোয়াড় কেভিন পিটারসন দু’জনকেই ধরা যায় বিধ্বংসী ব্যাটিং দানব। প্রতিপক্ষ বোলারদের ওপর প্রায়ই চড়াও হতে দেখা যায় তাদের। আর ছক্কা-চারে দু’জনই উনিশ কিংবা বিশ। তবে গেইলের দাবি ছক্কা মারার দিক দিয়ে তার ধারে কাছেও নেই কেভিন পিটারসন। বিগ ব্যাশ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে কলাম লিখেছেন তিনি, পিটারসনের ক্রিকেট ও তাঁর সঙ্গে কেপির সম্পর্ক নিয়ে৷ সেই কলামেই গেইল এই মন্তব্য করেছেন৷ শনিবার গেইলের মেলবোর্ন রেনেগেডস টিমের বিরুদ্ধে নামছে কেপির মেলবোর্ন স্টার্স৷ গেইলের কথায়, 'কেপি খেলতে পারে৷ কিন্তু বিষয়টা যদি হয় ছক্কা মারার, তা হলে সেখানে কোনও প্রতিদ্বন্দ্বিতাই নেই৷ কেপি আমার ধারে কাছেও নেই৷' তার প্রমাণ দিতে গিয়ে বলেছেন, 'এই তো গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগেই একটা ছয় মারার প্রতিযোগিতা ছিল৷ সেখানে এই প্রমাণটা আমি দিয়েছি৷ তবে এটা বলতে হবে, ওর হাতে সুইচ হিট আছে৷' কেপির ব্যাটিং নিয়ে অসম্ভব শ্রদ্ধাশীল গেইল, 'কেপি অবশ্যই বিশ্বের সেরা দশ ব্যাটসম্যানের একজন৷ দারুণ বিনোদন জোগায়৷ ওর ব্যাটিং প্রতিভার পরিচয় অনেক সময়ই আমরা পেয়েছি যখন আমাদের টিমের বিরুদ্ধেই দুর্দান্ত খেলেছে৷ যেমন ২০০৭ ওয়ান ডে বিশ্বকাপে সেঞ্চুরি বা লিডসে টেস্টে ডাবল সেঞ্চুরি৷' এর সঙ্গেই জুড়ে দিয়েছেন, 'ও এখন দেশের হয়ে না খেললেও কিছু এসে যায় না৷ ও এখনও বড় ব্যাটসম্যান৷ ওকে সব টিমই চায় তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে৷ কারণ, ও একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে৷' গেইলের সঙ্গে মাঠের বাইরে কেপির সম্পর্কও ভালো৷ গেইল নিজেই বলেছেন, 'মাঝেমাঝেই হোয়াটসঅ্যাপ বা বিবিএমে কথা হয়৷ একই হোটেলে থাকলে অনেক সময় একসঙ্গে ব্রেকফাস্ট করি বা অন্য সময় বিয়ার খাই৷ কিন্ত্ত ক্রিকেট নিয়ে কথা বলি না৷' সূত্র : এই সময় ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে