শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৬:৫৯

অবশেষে জানা গেল বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অল রাউন্ডারের নাম

অবশেষে জানা গেল বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অল রাউন্ডারের নাম

স্পোর্টস ডেস্ক: অবশেষে জানা গেল বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অল রাউন্ডারের নামটা। তিনি হলেন ইব্রাহিম সাবের। বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ড ক্রীড়াবিদ বলা হয় তাকে। পূর্ব পাকিস্তান দলের হয়ে সমানতালে খেলেছেন ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল । বর্ষীয়ান এই ক্রীড়াবিদকে সম্মান জানাচ্ছে চ্যানেল টোয়েন্টিফোর। বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ড ক্রীড়াবিদ। তকমাটি গণমাধ্যমের দেয়া নয়। বরঞ্চ, ইব্রাহিম সাবেরের মাঠের সতীর্থ ও পরবর্তীকালে সংগঠকদের মতামত এটি। কথাটি যে সর্বাঙ্গে সত্য, তার প্রমাণ, একই সাথে ক্রিকেট, ফুটবল, হকি আর বাস্কেটবল সবগুলোতেই দক্ষতার সঙ্গে খেলেছেন পূর্ব পাকিস্তান দলে। শুধু তাই নয়, অর্জনের তালিকায় আছে বক্সিংয়ের পুরস্কারও। নটরডেম কলেজের ছাত্র থাকা অবস্থায় হঠাৎ করেই বহুমুখী প্রতিভাগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। পরবর্তীতে ডাক পেয়েছিলেন, পাকিস্তান জাতীয় দলেও। ভিক্টোরিয়ার হয়ে ক্রিকেট, হকি আর বাস্কেটবল আর ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন ফুটবল। আর সব ক্ষেত্রেই রেখেছেন সাফল্যের শীর্ষ ছোয়ার অপূর্ব নজির। খেলা ছেড়ে সংগঠকের দায়িত্বও পালন করেছেন আত্মীয়তার সূত্রে বেগম রোকেয়ার এই উত্তরসূরি। জীবনের অধিকাংশ সময় ক্রীড়াঙ্গনে পার করা এক সময়ের তারকা আশাবাদী ক্রিকেটের মত সুদিন আসবে অন্যান্য ক্ষেত্রেও। বহু সম্মাননায় ভূষিত ইব্রাহিম সাবের আরো একবার দেশকে দিতে চান নতুন উপহার। আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য অবসরে জীবনেও কাজ করে যাচ্ছেন দেশ সেরা অলরাউন্ডার।-চ্যালেন২৪ ২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে