মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪০:৩১

সাকিবের অনুমতি পাওয়ার খবর

সাকিবের অনুমতি পাওয়ার খবর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চ'য়তা রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি সফরের সূচি প্রকাশ করেনি, কোয়ারেন্টিন ইস্যুতে কোনো সিদ্ধা'ন্ত জানাতে পারেনি। সফরকারী দলের ভ্রমণ ব্যয়ের সিদ্ধা'ন্ত হয়নি। এ নিয়ে দুই পক্ষে কিছুটা টা'না হেঁচ'ড়া চলছে। এরই মধ্যে বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা যেসব শ'র্ত দিয়েছে সেসব মেনে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। তবে বিসিবির ক'ঠোর অবস্থানের পর ন'মনীয় হয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে শর্তগুলো পুনর্বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। ফলে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা একবারেই উ'ড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

তবে লঙ্কান বোর্ড এখনো কিছু না জানালেও সফরের প্র'স্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা সফরের জন্য প্রাথমিক স্কোয়াডে থাকা ২৭ ক্রিকেটারের সরকারি অনুমতি পত্র গভর্নমেন্ট অর্ডার (জিও) নেওয়া হয়েছে। ২৭ জনের বাইরে সফরে যাওয়া পড়তে পারে এমন কয়েকজনেরও জিও লেটার নেওয়া হয়েছে। তার মধ্যে আছেন সাকিব আল হাসান।

আইসিসির নিষেধা'জ্ঞা থাকায় বিসিবি মূল স্কোয়াডের সঙ্গে সাকিবের জিও করতে পারেনি। তবে স্কোয়াডের বাইরে যে ক’জনের জিও নেওয়া হয়েছে, তাতে সাকিব রয়েছেন এমন আভাস মিলেছে। সাকিবের এক বছরের নিষেধা'জ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। এরপরই তিনি ক্রিকেটীয় কর্মকাণ্ডে ফিরতে পারবেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, নিষেধা'জ্ঞার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই সাকিব দলের সঙ্গে যোগ দিতে পারবেন। মাঠে ফেরার ল'ড়াইয়ে থাকা বাংলাদেশী এই অলরাউন্ডার বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলনে আছেন। ধারণা করা হচ্ছে নিষেধা'জ্ঞার মেয়াদ শেষেই লঙ্কায় তিনি দলের সঙ্গে দেবেন। স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজেই মাঠে দেখা যেতে পারে তাঁকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে