শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ০৫:১৫:৫৬

ব্যাট-বলের কীর্তি ছাড়াই সেঞ্চুরি করলেন আলিম দার

ব্যাট-বলের কীর্তি ছাড়াই সেঞ্চুরি করলেন আলিম দার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি আম্পায়ার আলিম দারের খেলোয়াড়ি জীবন ১২ বছরের। এই সময়ে ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটে বা বলে কোনো ভূমিকাতেই বলার মতো ইতিহাস নেই তার। কিন্তু আম্পায়ার হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন আলিম দার। শনিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকা- ইংল্যান্ড টেস্ট ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে মাঠে নামেন তিনি। মাঠে নিয়েই টেস্ট ক্রিকেটের একশ ম্যাচ পূরণ করেন তিনি। এশিয়ার প্রথম ও একমাত্র আম্পায়ার হিসেবে টেস্ট আম্পায়ারিংয়ে ‘সেঞ্চুরির’ মালিক হয়ে যান আলিম দার। তার আগে এই কীর্তি গড়েছেন স্টিভ বাকনার ও রুডি কোয়ের্টজেন। আলিম দার আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে। এশিয়ান দুই দেশ পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় তার আম্পায়ার জীবন। ২০০৩ সালে টেস্ট ম্যাচ পরিচালনা করার সুযোগ পান তিনি। আলিম দারের ক্যারিয়ারে বাংলাদেশের নামটাও লেখা থাকার কথা। কারণ টেস্ট আম্পায়ার হিসেবে তার অভিষেক হয়েছিল বাংলাদেশেই। ২০০৩ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়ই তাকে টেস্ট আম্পায়ার হিসেবে দায়িত্ব দেয় আইসিসি। ২০০৪ সালে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার হয়ে যান আলিম দার। আজকের ম্যাচ নিয়ে এই পর্যন্ত তিনি মোট ১০০ টি টেস্ট ম্যাচ পরিচালনার পাশাপাশি ১৭৮টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। ২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে