শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:২২:৪২

আজ টাইগারদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে

 আজ টাইগারদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফর এখনও অনিশ্চিত! তারপরও জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ টেস্ট হবে আগের পরিকল্পনা অনুযায়ীই। টেস্ট সিরিজের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের যারা ঢাকায় আছেন। তাদের আজ শুক্রবার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।

শনিবার করোনা টেস্ট করা হবে অন্য জেলা বা বিভাগ থেকে ঢাকায় ফেরা ক্রিকেটারদের। এতদিন সিলেটে অনুশীলন করে চলা আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদের পরীক্ষাও হবে ঢাকাতেই। করোনা নেগেটিভি হলে রোববার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের কোচদের অধীনে অনুশীলন শুরু করবেন তারা।

এর আগে গত ৭ ও ৮ সেপ্টেম্বর জাতীয় পুলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের প্রথম ধাপের করোনা পরীক্ষা করেছিল বিসিবি।তখন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ও জাতীয় দলের প্রধান ট্রেনার নিক লি’র করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। নিক লি সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিলেও সাইফ হাসান এখনও সুস্থ হননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে