সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯:০১

সুপার ওভারে পাঞ্জাবকে হারিয়ে জিতলো দিল্লি

সুপার ওভারে পাঞ্জাবকে হারিয়ে জিতলো দিল্লি

স্পোর্টস ডেস্ক : এ বারের আইপিএলের দ্বিতীয় ম্যাচের নি'ষ্প'ত্তি হল সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে দিল্লি ক্যা'পিটালস করে ৮ উইকেটে ১৫৭ রান। ময়ঙ্কের দুর'ন্ত ৮৯ রান জেতাতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবকে। উ'ল্টো স্টোয়নিস শেষ ওভারে দুই উইকেট নেওয়ায় কিংস ইলেভেনও বাবে ব্যাট করতে নেমে প্রায় হে'রে যাওয়া ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন প্রবিবারের ধু'ন্ধুমা'রে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। 

উইকেট বোলিং সহায়ক। সেই কারণেই দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে রাখাই উদ্দেশ্য ছিল পঞ্জাব অধিনায়কের। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারও টস জিতলে প্রথমে বল করতেই চাইতেন। সে কথা টসের পরে জানান দিল্লির তরুণ অধিনায়ক। উইকেটে ঘাস থাকায় দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শেখর ধাওয়ান শুরুতে সুবিধা করতে পারেননি।

মোহাম্মদ শামি রীতিমতো বলকে কথা বলাতে শুরু করেন তার প্রথম ওভার থেকেই। সবুজ ঘাসের উইকেট পেয়ে বল হাতে আ'গু'ন জ্বালাতে শুরু করেন শামি। শেষের দিকে স্টোয়নিস ব্যাটে ঝড় তুলে ২১ বলে ৫৩ রান করেন। তিনটি বিশাল ছ'ক্কা মা'রেন তিনি। তার এই ইনিংসের জন্যই দিল্লি ল'ড়া'ই করার মতো রান তুলল স্কোরবোর্ডে।

জবাব দিতে নেমে শুরু থেকেই আ'ক্রম'ণা'ত্মক ব্যাটিং শুরু করেন কিংস অধিনায়ক লোকেশ রাহুল। ১৯ বলে ২১ রান করে মোহিত শর্মার বলে বো'ল্ড হন তিনি। অশ্বিন বল করতে এসেই ফেরান করুণ নায়ারকে। নিকোলাস পুরানও আ'উ'ট হন অশ্বিনের বলে। অশ্বিনের বোলিংয়ে কিংস ইলেভেনের উপরে চা'প তৈরি করে দিল্লি। কিন্তু চো'ট পেয়ে মাঠ ছাড়তে হয় তারকা অফস্পিনারকে। ম্যাক্সওয়েলকে আ'উট করে রাবাদা আরও সম'স্যায় ফেলে দেন কিংস ইলেভেনকে। 

সরফরাজ খানের উচিত ছিল উইকেটে পড়ে থাকা। অক্ষর পটেলকে অযথা মা'রতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দেন সরফরাজ। মা'রমু'খী ব্যাটিং করছিলেন গৌতম। রাবাদার বলে তাকে তা'লুব'ন্দি করেন প'ন্থ। শেষ ওভারে স্টোয়নিসের প্রথম বলে ছ'ক্কা মা'রেন ময়ঙ্ক। সবাই যখন ধ'রেই নিয়েছেন ময়ঙ্ক ম্যাচ জেতাবেন কিংসকে, ঠিক সেই সময়ে স্টোয়নিসের বলে ফেরেন তিনি। শেষ বলে আ'উ'ট হন জর্ডন। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ময়ঙ্ক খেলেন ৬০ বলে ৮৯ রানের ইনি্ংস। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে