সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫১:২১

নতুন কোচের অধীনে যা শিখে সকলকে চমকে দিবে মুস্তাফিজুর রহমান

 নতুন কোচের অধীনে যা শিখে সকলকে চমকে দিবে মুস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের মতো আজও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এখনো পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত হয়নি তবে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তারই ধারাবাহিকতায় গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

লকডাউন এর সময় বাড়িতে একাই অনুশীলন চালিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে দলীয় অনুশীলনের গুরুত্ব অনেক বেশি বলে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।সোমবার মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেন, ‘বাড়িতে অনুশীলনের বিষয়টা অন্যরকম। আপনি বাইরে যাই করেন। দলের সঙ্গে অনুশীলনের গুরুত্ব বেশি। বাড়িতে সবাই কাজ করেছি। এখানে আসার পর প্রথমে কিছুটা ক'ষ্ট হয়েছিল। এখন আল্লাহ দিলে খু্ব ভালো যাচ্ছে।’

চলতি বছরের শুরুতে বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ওটিস গিবসন। নতুন কোচের অধীনে আগেই ইন সুইংয়ের তালিম নিয়ে রেখেছিলেন। যা লকডাউনে কাছে লেগেছে দ্য ফিজ খ্যাত এই তারকার। আর তা শিখে সকলকে চমকে দিবেন তিনি।

‘করোনার আগে গিবসন কিছু গ্রিপ দেখিয়েছিলেন। কি করলে ভেতরে বল ঢুকবে। সেটা নিয়েই কাজ করছিলাম। আরও কাজ করা লাগবে। ভালোভাবে করতে পারলে ইনশাল্লাহ ইন সুইংটা আসবে।’ ‘আমিতো চাই সব ফরম্যাটে খেলতে। এখন চেষ্টা করছি ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে নিয়মিত হতে পারি সেগুলো করার।’ যোগ করেন মুস্তাফিজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে