বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৩:২৪

অনেক নাটকের পর বার্সেলোনা ছেড়ে মাদ্রিদে গেলেন সুয়ারেজ

অনেক নাটকের পর বার্সেলোনা ছেড়ে মাদ্রিদে গেলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির মতো উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজকে বাগে পায়নি ক্লাব বার্সেলোনা। মেসির ওপর খা'টানো চাল সুয়ারেজের ওপর ফলাতে গিয়ে তা তো সফল হয়নি উ'ল্টো বি'পদে পড়তে হয় বার্সাকে। চু'ক্তির মা'রপ্যাঁ'চ দেখিয়ে মেসির মতোই সুয়ারেজের দ'লব'দলও আ'টকে দিতে চেয়েছিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

কিন্তু মেসির মতো আ'পস না করে সংবাদ সম্মেলন ডেকে বার্সা সভাপতির গো'মর ফাঁ'স করে দেয়ার হু'মকি দেন সুয়ারেজ। তাতেই সুয়ারেজের চাওয়া মেনে নিয়ে নীরব ভূমিকায় অবতীর্ণ হলেন বার্তোমেউ। তবে কথা ছিল, বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান সিরিএতে মেসির চি'রপ্রতিদ্ব'ন্দ্বী রোনাল্ডোর সতীর্থ হতে যাচ্ছেন সুয়ারেজ।

এমন খবরে ন'ড়েচ'ড়ে বসেন ফুটবলপ্রেমীরা। কিন্তু কয়েক দিন আগে হঠাৎ করেই পরি'স্থিতি ব'দলে যায়। জানা যায় ইতালিতে নয়, স্পেনেই থেকে যাচ্ছেন বার্সার সদ্য সাবেক হওয়া এ তারকা। যোগ দিচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদে। অনেক নাটকের পর মঙ্গলবার রাতে উরুগুয়েন ফরোয়ার্ডকে অ্যাথলেটিকো মাদ্রিদে যেতে দিতে রাজি হয়েছে বার্সেলোনা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চু'ক্তিব'দ্ধ হয়েছেন সুয়ারেজ। বুধবার বার্সা থেকে বিদায় নেন তিনি। এক বছরের চু'ক্তি বাকি থাকলেও বার্সেলোনা সুয়ারেজকে ফ্রি করে দেয়। বিনা ট্রা'ন্সফার ফিতেই বার্সা ছাড়ার সুযোগ পান তিনি। অ্যাথলেটিকোর সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য চু'ক্তি করেছেন সুয়ারেজ। 

এই দুই বছরে ট্যাক্স বাদে অ্যাথলেটিকো থেকে তিনি বছরপ্রতি ৯ মিলিয়ন ইউরো করে পাবেন। প্রসঙ্গত মেসির সতীর্থ হয়ে ৬টি মৌসুম বার্সায় কা'টিয়েছেন সুয়ারেজ। বার্সার জার্সি গায়ে ২৮৩ ম্যাচ খেলে ১৯৮টি গোল করেছেন তিনি। ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ত'থ্যসূ'ত্র: গোল ডট কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে