শনিবার, ০৩ অক্টোবর, ২০২০, ০৯:৫৩:০৫

এবার ৪ দেশীয় টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেল বাংলাদেশ!

এবার ৪ দেশীয় টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফর ভেস্তে যাওয়ায় বাংলাদেশের সামনে চলতি বছরে আর কোন সূচি নেই। জানুয়ারি পরিস্থি'তি স্বাভাবিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসার কথা। মার্চে নিউজিল্যান্ড সফরের সূচি এরমধ্যেই ঠিক হয়েছে।

তবে বাংলাদেশের কোচ জানালেন, চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশ। তেমন আলোচনাই নাকি একাধিক দেশের সঙ্গে চলছে বিসিবির। আজ ( ০২ অক্টোবর) অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান ডমিঙ্গো।

টাইগার গুরু বলেন, ‘ জিম্বাবুয়ের সিরিজ শেষে সাত মাসের মতো হয়ে গেল আমরা দল একসঙ্গে হয়ে খেলতে পারেনি। বিসিবি কিছু ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবছে।  এছাড়া ডিসেম্বরে বাইরে সফরের জন্য এক-দুইটা আমন্ত্রণ আছে। এখনো কিছু নিশ্চিত না। ’
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া প্রথম শ্রেণীর  ক্রিকেট চালু হওয়ার  তাগিদ দেখছেন এই দক্ষিণ আফ্রিকান, ‘আমার মনে হয় ঘরোয়া ক্রিকেট চালু হওয়া দরকার। কোচ হিসেবে আমি মনে করি ছেলেদের আগে ঘরোয়া ক্রিকেট খেলে তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে নামা উচিত। যদি কোন ধরনের ঘরোয়া ক্রিকেট শুরু হয়, সেটা প্রথম শ্রেণীর হওয়া উচিত।’

যতদূর জানা গেছে, ডিসেম্বরে দুবাইয়ের মাটিতে একটি ৪ দলীয় টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এ প্রস্তাব এসেছে। তবে বাংলাদেশ – আয়ারল্যান্ড ছাড়াও আর কোন দুদল খেলবে সেটা জানা যায়নি। তবে ঘরোয়া ক্রিকেট ফেরাতে মরিয়া বিসিবি এই প্রস্তাবকে না বলার সম্ভাবনাই বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে