বুধবার, ০৭ অক্টোবর, ২০২০, ০৪:২৭:০৮

আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই : মাশরাফি

আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : দিনকে দিন বেড়েই চলেছে ধ'র্ষ'ণ। শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না বি'কৃ'ত মান'সিকতার মানুষদের থেকে। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নি'পী'ড়ন ও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নারীকে আ'টকে রেখে গ'ণধ'র্ষণের ঘ'টনায় উ'ত্তা'ল হয়ে উঠেছে দেশ। 

ক্রিকেট তারকাদের হৃদয়েও দা'গ কে'টেছে এসব ঘ'টনা। গতকাল ফেসবুকে নারী প্রতি স'হিং'সতার বি'রু'দ্ধে রীতিমতো ল'ড়া'ইয়ের ডাক দিয়েছেন সাকি আল হাসান। মুশফিকুর রহীম গোটা বাংলাদেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ধ'র্ষ'ণের বি'রু'দ্ধে। আজ ফেসবুকে সোচ্চার হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, ''আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খা'রাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সম'স্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরি'স্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধ'র্ষ'ক কোনো পরিচয় বহন করে না। সে কুৎ'সিত, হয়তো চেহা'রায় নয়, মানসিকতায়।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে