বুধবার, ০৭ অক্টোবর, ২০২০, ১১:৪৩:১২

আপনি কেন পাকিস্তান বিরো'ধী? জবাবে যা বললেন গৌতম গাম্ভীর

আপনি কেন পাকিস্তান বিরো'ধী? জবাবে যা বললেন গৌতম গাম্ভীর

স্পোর্টস ডেস্ক : সীমান্ত সম'স্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে দী'র্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ ব'ন্ধ রয়েছে। আইসিসি ও এশিয়া কাপ ছাড়া ক্রিকেট মাঠে দুই দেশের দেখা সাক্ষাৎ ব'ন্ধ। ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ বন্ধের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারত সরকারকেই দা'য়ী করছেন। 

সম্প্রতি পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, ''ভারতের বর্তমান সরকার যতদিন আছে, ততদিনে ভারত-পাকিস্তান দ্বিপা'ক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা খুব কম।'' শুধু ভারত সরকারই নয়, ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গৌতম গাম্ভীরের মতো কিছু খেলোয়াড় রয়েছেন যারা পাকিস্তানিদের আ'ড় চোখে দেখেন। 

ক্রিকেট ক্যারিয়ারে ভারত-পাকিস্তান ম্যাচে একাধিকবার গো'লমা'ল করেছেন গৌতম গাম্ভীর। ক্রিকেট থেকে অ'বসরেও রাজনীতিতে অংশ নেয়া গাম্ভীর বিভিন্ন ই'স্যুতে পাকিস্তানকে খো'চা দিয়ে কথা বলেন। যে কারণে তার সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির প্রায়ই টুইটারে কথার যু'দ্ধ চলে।

সম্প্রতি টুইটারে গম্ভীরকে এক ভক্ত প্রশ্ন করেন, তিনি কেন পাকিস্তান বিরো'ধী? জ'বাবে গৌতম গাম্ভীর টুইটারে লেখেন, আমি পাকিস্তান বিরো'ধী নই। আমার মনে হয় না কোনো ভারতীয় আসলে পাকিস্তান বিরো'ধী। তবে যখন আমাদের সেনাদের জীবন এবং অন্য কিছুর মধ্যে একটাকে বেছে নিতে হয়, তখন আমরা প্রত্যেকেই একই মনোভাব পো'ষণ করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে