সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১২:০৪:০১

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলে সৌদি বংশোদ্ভূত আকরাম

পাকিস্তান সফরে জিম্বাবুয়ে দলে সৌদি বংশোদ্ভূত আকরাম

স্পোর্টস ডেস্ক : এ মাসের শেষ দিকে পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। সফরে জিম্বাবুয়ের নেতৃত্বে থাকছেন চামু চিবাবা। দলে ফিরেছেন কাউন্টি ক্রিকেটের কলপাক চুক্তি শেষ করা ২৪ বছর বয়সী পেসার ব্লেসিং মুজারাবানি।

আর প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন সৌদি বংশোদ্ভূত অল-রাউন্ডার ফারাজ আকরাম। ২০১৭ সালে জিম্বাবুয়ের প্রথম শ্রেণীর ক্রিকেটে রাইজিং স্টার্সের হয়ে অভিষেক হওয়ার তিন বছর পর আকরাম জাতীয় দলে জায়গা পেলেন। জিম্বাবুয়ের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫ ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৯১ রান ও বল হাতে ২৯ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী আকরাম। 

সর্বশেষ বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের হয়ে সীমিত ওভারের দুই ফরম্যাটেই অধিনায়কত্ব করেন সিন উইলিয়ামস। সফরে একটি ওয়ানেডেতে অধিনায়কত্ব করেছিলেন তিনি চিবাবা। এবার পাকিস্তান সফরে উইলিয়ামসকে কোন দায়িত্ব দেয়নি জিম্বাবুয়ে। এছাড়াও দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর, স্পিন অলরাউন্ডার সিকান্দার রাজা ও পেস বোলিং অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার কাইল জার্ভিসের। ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। শেষ হবে ১০ নভেম্বর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে