সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ১১:২৬:৩৬

যেকারণে বেশ উচ্ছ্বসিত তামিম ইকবাল

যেকারণে বেশ উচ্ছ্বসিত তামিম ইকবাল

বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথমবারের মতো মাঠে নামছে তামিম ইকবাল একাদশ। প্রতিপক্ষ আগের ম্যাচে হারা মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ। তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে বেশ উচ্ছ্বসিত তামিম ইকবাল। আশাবাদী জয় দিয়ে আসর শুরু করার ব্যাপার। মিরপুরের শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।  

ত্রিদলীয় টুর্নামেন্টে প্রথম ম্যাচের আগে শেষবারের মতো প্র্যাক্টিস সেশনে নেমেছিলো তামিম বাহিনী। বৃষ্টিতে ভেজা মাঠ। অনুশীলন শুরু হলো দেরিতে। প্রস্তুতিতে কিছুটা সময় চাই গ্রাউন্ডসম্যানদের।একদিক থেকে ভালোই হলো। দিবারাত্রির বিসিবি প্রেসিডেন্ট'স কাপের লড়াইয়ে নামার আগে ফ্লাডলাইটে অনুশীলন সেরে নেয়া হলো।

সেন্টার উইকেটে ওয়ানডে মেজাজ আয়ত্তের চেষ্টায় তামিম ইকবাল। তাইজুলের পাশাপাশি হাত ঘোরান লেগস্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। শরিফুল নেটেও নাছোড়বান্দা। নেটে বোল্ড করে দিলেন ক্যাপ্টেনকে।  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটার আছে দলে। অভিজ্ঞতা আর বয়সে ছোট হলেও তারা যে বিশ্বজয়ী। তাই অধিনায়কের বাড়তি মনোযোগ পাচ্ছে ইয়াংস্টাররা।

তামিম ইকবাল বলেন, আমরা একটা সুবিধা পেয়েছি। বাড়তি দুই দিন অনুশীলন করতে পেরেছি। দল ভালো অবস্থায় আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন আছে আমাদের স্কোয়াডে। ওদের কাছ থেকে অভিজ্ঞতা জানার চেষ্টা করেছি, কিভাবে চ্যাম্পিয়ন হলো! ওদের নিয়ে আমি প্রচন্ড আশাবাদী। আর ওদের জন্যও এটা একটা বড় সুযোগ। এই প্ল্যাটফর্মটা ওদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। এদিকে, প্রথম ম্যাচে শান্ত একাদশের কাছে হেরে ব্যাকফুটে থাকা মাহমুদউল্লাহ'র দল এদিন ছিল বিশ্রামে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে