রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ১১:৪২:৫৯

আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, তামিমের মুখোমুখি মাহমুদুল্লাহ

আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, তামিমের মুখোমুখি মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের উপরই নির্ভর করছে তিন দলের ভাগ্য। আগামীকাল তামিম একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ একাদশ। টুর্ণামেন্টে টিকে থাকতে হলে অবশ্যই এই ম্যাচে জয়লাভ করতে হবে মাহমুদুল্লাহ একাদশকে।

আর যদি আগামীকাল তামিম একাদশ জয় লাভ করে তাহলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে যাবে তামিম একাদশ এবং নাজমুল একাদশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাই সেরা একাদশ নিয়েই মাঠে নামতে পারে দুই দল।

মাহমুদুল্লাহ একাদশ : আগামী কালকের ম্যাচের মাহমুদুল্লাহ একাদশে আসছে অনেকগুলি পরিবর্তন এটা একপ্রকার নিশ্চিত। ওপেনিংয়ে আবার ফিরছেন মোহাম্মদ নাঈম শেখ। তার সাথে থাকবেন লিটন কুমার দাস।

এই ম্যাচে আরো একটি সুযোগ পেতে পারেন ইমরুল কায়েস। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। এছাড়াও একাদশে দেখা যেতে পারে রকিবুল হাসান এবং আমিনুল ইসলাম বিপ্লবকে।

মাহমুদুল্লাহ একাদশ এর সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, রকিবুল হাসান।

তামিম একাদশ : এই টুর্নামেন্টের সবচেয়ে তারকাখচিত দল তামিম একাদশ। আগামীকাল তামিম একাদশ থেকে বাদ পড়তে পারেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ইয়াসির আলী রাব্বি। এছাড়াও শাহাদত হোসেন দিপু পরিবর্তে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলীকে।

তামিম একাদশ এর সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল খান (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে