বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৪৩:০৫

নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার সাথেই সাথেই নতুন এক সুখবর পেল সাকিব

 নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার সাথেই সাথেই নতুন এক সুখবর পেল সাকিব

স্পোর্টস ডেস্ক: এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে আজ। ক্রিকেট খেলতে না পারা, ক্রিকেট মাঠে যেতে না পারার দুঃসহ সময় পেরিয়ে আজ মুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। আর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার সাথেই সাথেই নুতন এক সুখবর, আবারো অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাদা বলের ক্রিকেটে শীর্ষে ফিরতে যাচ্ছেন টাইগার সুপারস্টার।

আজ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় যেকোন সময় আইসিসির নতুন র‍্যাংকিং প্রকাশ হলেও আপডেটে ফিরছেন সাকিব আল হাসান, শুধু ফিরছেনই না; সেরা হয়েই নিজের জায়গায় ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত কয়েক বছরে র‍্যাংকিংয়ের ১ নাম্বার জায়গাটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন, ১ বছর সব ধরণের ক্রিকেট থেকে বাহিরে থাকলেও তার জায়গা কেউ বাগিয়ে নিতে সক্ষম হননি।

সাকিবের নামসহ আইসিসির প্রকাশিত সর্বশেষ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে ১, ওয়ানডেতে ২ ও টেস্টে ৩ নাম্বারে ছিলেন। তার রেটিং ছিল যথাক্রমে – ৩৫৫ (টি-টোয়েন্টি), ৩৯৪ (ওয়ানডে) ও ৩৯৭ (টেস্ট), নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর একই রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে ঢুকে যাবেন সাকিব আল হাসান।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে ২৯৪ রেটিং নিয়ে টি-টোয়েন্টি তে শীর্ষ অলরাউন্ডার মোহাম্মদ নাবী, সাকিব ফিরলে ৩৫৫ রেটিং নিয়ে শীর্ষস্থান ফিরে পাবেন তিনি। নিষেধাজ্ঞায় পড়ার আগে ৩৯৪ রেটিং নিয়ে ওয়ানডেতে দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব, মোহাম্মদ নাবী ৩০১ রেটিং নিয়ে বর্তমানে ওয়ানডের ১ নাম্বার অলরাউন্ডার হিসেবে জায়গা ধরে রেখেছেন। তাই নিষেধাজ্ঞা উঠে গেলেই ওয়ানডের দুইয়ে শেষ করা সাকিব উঠে আসবেন ১ নাম্বারে।

টেস্টে অবশ্য সাকিবের সাথে ভালো লড়াই করছেন জেসন হোল্ডার, বেন স্টোকসরা, নিষেধাজ্ঞায় পড়ার আগে সাকিব ৩৯৭ রেটিং নিয়ে ৩ নাম্বারে ছিলেন। বর্তমান র‍্যাংকিং অনুযায়ী ৪৪৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন জেসন হোল্ডার, ৪৪৬ রেটিং নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বেন স্টোকসও। তাই সাকিব ফিরলে ৩৯৭ রেটিং নিয়ে তাদের পেছনেই থাকতে হবে, রবিন্দ্র জাদেজার রেটিং পয়েন্টও ৩৯৭।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে