শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ১০:২৭:২৪

১ নম্বরে সাকিব আল হাসান

১ নম্বরে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: আইসিসির নিয়ম হলো যদি কোন ক্রিকেটার ফি’ক্সিং এর প্রস্তাব পায় তবে সেই ব্যাপারে তাৎক্ষণিক ভাবে সেটা আইসিসি কে জানানো লাগবে ক্রিকেটারের। কিন্তু সাকিব এতগুলো ফি’ক্সিং এর প্রস্তাব পাওয়ার পরেও সে কিছুই জানায় নি আইসিসি কে। তাই তাকে দেয়া হয় এই শা’স্তি। যদিও তিনি ফি’ক্সিং করেন নি।

সাকিব নিষি’দ্ধ হওয়ার পরের দিনগুলো খুব বেশি ভালো কাটেনি বাংলাদেশের জন্য। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটে সিরিজ জয় ছাড়া বাকি সবগুলো সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

নিষেধাজ্ঞার পর কিছুদিন দেশে কাটানোর পর যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে চলে যান সাকিব। এ সময়ে দ্বিতীয় কন্যা সন্তানের বাবাও হয়েছেন তিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তিনি, খেলবেন কর্পোরেট টি-২০ কাপ। মাঝে দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলন করেছেন সাকিব।

নি’ষি’দ্ধ থাকার কারণে আইসিসির র‍্যাঙ্কিংয়ে এতদিন ছিল না সাকিবের নাম। ২৯ অক্টোবর ফের আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করবেন তিনি। ১ নম্বরে থাকবে তার নাম।

ইতোমধ্যেই তাকে স্বাগত জানানো শুরু করেছেন সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সাকিবকে স্বাগত জানানোর ঢেউ। ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় আছেন বাংলাদেশের ক্রিকেটের এ মহাতারকাকে ফের আকাশে দেখার অপেক্ষায়!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে