শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ০৯:৫২:৫৮

ব্যাট এবং বল হাতে আলো ছড়ালেনন সাকিব

ব্যাট এবং বল হাতে আলো ছড়ালেনন সাকিব

স্পোর্টস ডেস্ক: গ্লোবাল সুপার লিগের মতো ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের শুরুতেই ব্যাট এবং বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। কিন্তু জয় পায়নি তার দল মায়ামি ব্লেইজ। এই ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করেছেন সাকিব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে আগে ব্যাট করতে নেমে মায়ামিকে ১০৮ রানের লক্ষ্য দেয় ফ্লোরিডা লায়ন্স। জবাব দিতে নেমে ৯৮ রানে অলআউট হয় মায়ামি। এতে ৯ রানে হারে সাকিবের দল।

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ফ্লোরিডা ১০৭ রানের বেশি করতে পারেনি। ২ ওভার বোলিং করে ১৯ রানে ২ উইকেট নেন সাকিব। দুটি ক্যাচ নেয়ার পাশাপাশি একটি রান আউটও করেছেন তিনি।

জবাব দিতে নেমে ওপেনিং করেছেন সাকিব। ১ ছক্কা ও ১ চারে ৮ বলে ১৩ রান করেছেন সাবেক টাইগার অধিনায়ক। ইনিংসের দ্বিতীয় ওভারে ডেমার জনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
 
সাকিবের ব্যাটে ভালো শুরু পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৮ রানে অলআউট হয় মায়ামি। ১৩ বলে ২৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সিহান জয়সুরিয়া। তবে অন্যপ্রান্তে কেউ সঙ্গ দিতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লঙ্কান এই অলরাউন্ডারকে।

এর আগে, উদ্বোধনী ম্যাচে মায়ামিকে ৩২ রানে হারায় ট্রেইলব্লেজার্স। দলটির দেয়া ১১৩ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৮০ রানে থামে মায়ামি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে