সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৩:১৮

কে হচ্ছেন ভারত ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট?

কে হচ্ছেন ভারত ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট?

স্পোর্টস ডেস্ক: জীবনের কাছে হার মেনে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন আইসিসির সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের  প্রধান জগমোহন ডালমিয়া। তার মৃত্যুর পরই ভারতীয় ক্রিকেটে ঘুরপাক খাচ্ছে কে হচ্ছে ভারত ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট।

গত ২৮ আগস্ট কলকাতায় ওয়ার্কিং কমিটির বৈঠকেই কানাঘুষো চলছিল ডালমিয়ার অসুস্থতা নিয়ে। বোর্ডের একাংশ দাবি তুলেছিল ডালমিয়ার ক্রমাগত শারীরিক অবস্থার অবনতির কথা ভেবেই বোর্ডের সাম্মানিক প্র্যাট্রোন-ইন-চিফ করে অন্য কাউকে বোর্ড প্রেসিডেন্ট করতে। কারণ বর্ষীয়ান ডালমিয়ার অসুস্থতার জন্য বোর্ডের কাজের বেশ ক্ষতি হচ্ছে বলেই মত একাংশের।

বিসিসিআইয়ের সংবিধান কি বলছেঃ

বিসিসিআইয়ের সংবিধানে উল্লেখ রয়েছে প্রেসিডেন্টের মেয়াদ থাকাকালীন তার পদ ফাঁকা হয়ে গেলে বোর্ড সচিব আগামী ১৫ দিনের মধ্যে বিশেষ সাধারণ বৈঠক (এসজিএম) ডাকতে পারেন। সেখানে প্রতিটি জোনের মধ্যে থেকে অন্তত একটি জোন আগামী প্রেসিডেন্টের নাম সুপারিশ করবে। সেখান থেকে যাকে যোগ্য মনে হবে সে আগামী নির্বাচন পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকবেন। সেক্ষেত্রে এখন আপাতত অনুরাগ ঠাকুরই বোর্ডের যাবতীয় কাজ সামলাবেন, যতদিন না-পর্যন্ত এসজিএম-এ বোর্ডের পরবর্তী প্রেসিডেন্টের নাম স্থির না হয়।


বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদের জন্য কারা এগিয়ে?

মাস দু’য়েক আগেই  শারদ পাওয়ার তার কাছের লোকদের জানান, তিনি ফের বিসিসিআইয়ের প্রধান আসনে বসতে চান। এজিএম বাতিল হয়ে গেলেও শারদ কিন্তু অন্যতম ফেভারিট হিসেবেই রয়েছেন। অন্যদিকে রাজীব শুক্লা গত মার্চেই শ্রীনি ঘনিষ্ঠ অনিরুদ্ধ চৌধুরির কাছে বোর্ডের কোষাধক্ষ্য নির্বাচনে হেরেছেন। সেক্ষেত্রে শ্রীনি অনিরুদ্ধ বা বোর্ডের যুগ্মসচিব অমিতাভ চৌধুরির নাম সুপারিশ করতে পারেন।
২১ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে