বুধবার, ০৪ নভেম্বর, ২০২০, ০৯:৩৭:৫০

নির্বাসন শেষ হতেই আইসিসির সিংহাসন ফিরে পেলেন সাকিব আল হাসান : ভারতীয় মিডিয়া

নির্বাসন শেষ হতেই আইসিসির সিংহাসন ফিরে পেলেন সাকিব আল হাসান : ভারতীয় মিডিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতীয় মিডিয়া জি নিউজের খবরে বলা হয়েছে, দু'বছরের জন্য সাকিব আল হাসানকে নি'ষিদ্ধ করে আইসিসি। তবে নিজের দো'ষ স্বী'কার করে নেওয়ায় একবছরের শা'স্তি স্থগিত করে ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২৮ অক্টোবর শাকিবের শা'স্তির মেয়াদ শেষ হয়। ২৯ অক্টোবর থেকে তিনি মুক্ত। 

সব ধরনের ক্রিকেটে এবার অংশ নিতে পারবেন তিনি। আবার ক্রিকেট মাঠে তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার সতীর্থ থেকে ভক্তরা। মাঠে নামার আগেই সুখবর পেলেন সাকিব। বাংলাদেশের জার্সি গায়ে ২০১৯ সালের জুলাই মাসে শেষবার ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। 

এরপর অক্টোবরের শেষ দিকে যখন আইসিসির নির্বাসনে পাঠায় তখন ওয়ান ডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। নির্বাসন শেষ হতেই ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রকাশিত ওয়ান ডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সেই শীর্ষস্থান ফিরে পেলেন তিনি। নির্বাসনের কারণে গত এক বছরে আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাম ছিল না সাকিবের।

জি নিউজের খবরে আরও বলা হয়েছে, নির্বাসিত হবার আগে ৩৭৩ পয়েন্ট ছিল ৩৩ বছর বয়সী তারকা অলরাউন্ডারের। ২০২০ সালের নভেম্বরে সেই একই রেটিং পয়েন্ট নিয়ে ওয়ান ডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেলেন তিনি। দুই নম্বরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে