বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ০৯:১৮:১৯

সময়ের শ্রেষ্ঠ দুই ফুটবলার মেসি ও রোনালদো, এগিয়ে কে?

সময়ের শ্রেষ্ঠ দুই ফুটবলার মেসি ও রোনালদো, এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের শ্রেষ্ঠ দুই ফুটবলার। কারো কারো মতে, সর্বকালেরও সেরা। দু'জনের প্রতিদ্বন্দ্বিতাটা যুগ পেরিয়েছে। এখনো প্রতিদিন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নামেন। এই তো ক'দিন আগেও, ইউরোপের দুই প্রান্তে ঠিক একই সময়ে গোল করেছিলেন দু'জন!

একই রাতে দু'জন যখন খেলতে নামেন, সমর্থকরাও নিশ্চয়ই দুই সেরার তুলনার একটা চিত্র আঁকতে চান! সেই চিত্রে এবার তুলির আঁচড়টা টানলেন মেসি, ব্যর্থ রোনালদো। কিভাবে?

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন মেসি-রোনালদো দু'জনই। জয় পেয়েছে দু'জনের দল বার্সেলোনা ও য়্যুভেন্তাস। তবে এদিন আর্জেন্টাইন মহাতারকা গোল পেলেও, গোল পাননি পর্তুগিজ মহাতারকা।

ডায়নামো কিয়েভের বিপক্ষে দলকে প্রথমেই লিড এনে দেন মেসি। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি। মৌসুমে এখন পর্যন্ত করা তার সবক'টি গোলই এলো পেনাল্টি থেকে। এই ম্যাচেও গোল করার মাধ্যমে, রাশান ক্লাবটির বিপক্ষে খেলা ৩ ম্যাচের সবগুলোতেই গোল করার অনন্য কীর্তি গড়লেন ক্ষুদে জাদুকর।

অন্যদিকে ফেরেঙ্কভারোসের মুখোমুখি হয় রোনালদোর য়্যুভেন্তাস। আগের ম্যাচেই করোনা কাটিয়ে ফেরা এই তারকা পুরো ম্যাচ না খেললেও, এদিন খেলেন একেবারে শুরু থেকেই। জোড়া গোল করে নিজের ফেরা উদযাপন করলেও, এদিন গোলের দেখা পাননি তিনি। তবে ম্যাচের ৬০ মিনিটে আলভারো মোরাতার করা গোলের যোগান দিয়েছিলেন তিনিই।

৩৩ বছর বয়সী মেসি আর ৩৫ বছর বয়সী রোনালদোর দ্বৈরথটা এখনো সমান আবেদন জোগায় সমর্থক মনে। এখনো ফুটবলপিয়াসুদের চোখের তৃষ্ণা মেটান তারা। সমর্থকরা নিশ্চয়ই খেলাটির সেরা দুই তারকার মোহনীয় পারফরম্যান্সে আরো দীর্ঘদিন বুঁদ হয়ে থাকতে চান।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে