বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০, ১২:২৬:৩৭

এবারের আইপিএলে এক উইকেটের দাম পড়ল দেড় কোটি টাকা!

এবারের আইপিএলে এক উইকেটের দাম পড়ল দেড় কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক: সাড়ে ১৫ কোটি রুটি তথা ১৮ কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে নিলাম থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এক হিসেবে দেখা গেছে, আইপিএলের প্রতিটি ম্যাচ খেললে, তার ডেলিভারি প্রতি কেকেআরের খরচ হয়েছে সাড়ে ৫ লাখ টাকা করে।

কিন্তু এতো দামের এই পেসার নিজেকে যেন প্রথম থেকেই খুজে পাচ্ছিলেন না। রঙহীন ছিলেন প্রায় সব ম্যাচেই। বলা যায় বল হাতের চাইতে ব্যাট হাতেই ছিলেন বেশি সফল।

গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করা এই পেসারের পেছনে টাকার বস্তা ঢেলেছিল কলকাতা। প্রত্যাশা ছিল রান আটকে নিয়মিত ব্রেকথ্রু এনে দিবেন কামিন্স। সেই প্রত্যাশার ছিটে ফোটাও পূরণ করতে পারেননি।

এবারের আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ কামিন্স কলকাতার হয়ে এবার ১৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১২টি। অর্থের হিসেব বলছে কামিন্সের একটা উইকেটের জন্য দেড় কোটির টাকা খরচ করতে হয়েছে কলকাতাকে!

কামিন্স ১৪ ম্যাচে মোট ৫২ ওভার বোলিং করেছেন। ওভারপ্রতি রান খরচ করেছেন ৭.৮৬ করে। প্রতিটা উইকেটের জন্য খরচ করেছেন ৩৪ রানের বেশি। আইপিএলে এমন পারফরম্যান্স নিশ্চয় মনে রাখতে চাইবেন না কামিন্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে