বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ০৪:৫০:১৬

অধিনায়ক হিসেবে কোহলির চেয়ে রোহিত শর্মা সফল হবে : গৌতম গম্ভীর

অধিনায়ক হিসেবে কোহলির চেয়ে রোহিত শর্মা সফল হবে : গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির জায়গায় সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দেখতে চান দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তার মতে, কোহলি ভালো অধিনায়ক। রোহিতও ভালো অধিনায়ক। পাঁচবার আইপিএল জিতে তা প্রমাণ করেছে সে। যেহেতু অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য রয়েছে।

তাই দলের জন্যই সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব রোহিতের হাতে তুলে দেয়া উচিত বলে মনে করেন গৌতম গম্ভীর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। তার নেতৃত্বে দুই বার আইপিএল জিতেছে কলকাতা। আর গতরাতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মত আইপিএলের শিরোপা জিতে মুম্বাই। পাঁচবারই অধিনায়ক ছিলেন রোহিত। তাই রোহিতকে জাতীয় দলে রঙ্গীন পোশাকের অধিনায়ক হিসেবে চান গম্ভীর।

গম্ভীর বলেন, 'রোহিত যদি জাতীয় দলের অধিনায়ক না হয়, তবে সেটা ভারতের ক্ষতি। আমি অবশ্যই মনে করি, একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা তার দল। তবে একজন অধিনায়কের মান নির্ণয় করা যায়। এই ক্ষেত্রে মাপকাঠিটা সকলের ক্ষেত্রে সমান হওয়া উচিত। রোহিত পাঁচবার চ্যাম্পিয়ন করেছে নিজের দলকে। রোহিত যা করেছে, আর বেশি কিছু করার নেই। অধিনায়কত্ব করতে পারলেই কেবল সে দলকে শিরোপা জয়ে সাহায্য করতে পারে।'

তিনি আরও বলেন, 'কোহলি এবং রোহিতের মধ্যে ভাগ করে দেওয়া উচিত অধিনায়কত্ব। কেউ খারাপ অধিনায়ক নয়। সাদা বলে রোহিত প্রমাণ করেছে, কোহলির চেয়েও ভালো অধিনায়ক সে। আমি বলছি না কোহলি খারাপ। কিন্তু একই মাপকাঠিতে মাপতে গেলে কোহলির চেয়ে সাদা বলের নেতৃত্বে রোহিত অনেক এগিয়ে। আলাদা ফরম্যাটে, আলাদা অধিনায়কের কথা ভাবতেই পারে ভারত। এতে কোহলি ও রোহিতের জন্যই ভালো হবে।'

রোহিতকে অধিনায়ক করার পেছনে যুক্তি হিসেবে সাবেক নেতা মহেন্দ্র সিং ধোনির উদাহরন টেনে আনেন গম্ভীর। তিনি বলেন, 'আমরা সবসময় বলি যে, ধোনি ভারতের সফলতম অধিনায়ক, কেন? কারণ সে দু'টি বিশ্বকাপ ও তিনটি আইপিএল জিতেছে। রোহিত ৫ টি আইপিএল ট্রফি জিতেছে। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম অধিনায়ক সে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে