বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ০৮:২০:০৬

যেকোনো মৌলবাদই ভয়ংকর, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয় : কলকাতার মেয়র

যেকোনো মৌলবাদই ভয়ংকর, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয় : কলকাতার মেয়র

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের কালীপূজার উদ্বোধন এবং প্রাণনাশের হুমকির ঘটনায় এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

তার কথায়, ‘যেকোনো মৌলবাদই ভয়ংকর। কোনো মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। আমার জানা নেই ঘটনাটি সম্পর্কে। তবে এ ধরনের ঘটনা না হওয়াই বাঞ্ছনীয়।’

এদিকে টুইটারে একইভাবে সাকিবের সমালোচনা করেছেন ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত।

বুধবার (১৮ নভেম্বর) কঙ্গনা তার টুইটার অ্যাকাউন্ট থেকে দেশবাসীর কাছে সাকিবের মাফ চাওয়ার খবরটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কেন মন্দিরকে এত ভয় পাও সাকিব? এর পেছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? আমি তো সারাজীবন মসজিদে বসে থাকলেও, আমার মন থেকে কেউ ‘রাম’ শব্দটি মুছে ফেলতে পারবে না।’

তিনি লিখেছেন, ‘নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দুদের অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করেছে? নিজেকে প্রশ্ন করো।’

ইতোমধ্যেই সাকিবকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মহসিন তালুকদার নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার থেকেই সাকিবের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তার অনুশীলনের সময়ও সঙ্গে ছিল সশস্ত্র পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে