মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১১:৫৫:৩৭

উঠে এসেছে নতুন এক তথ্য, ক্রিকেটে বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশের!

উঠে এসেছে নতুন এক তথ্য, ক্রিকেটে বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশের!

স্পোর্টস ডেস্ক :  বলা হয়ে থাকে ক্রিকেট রেকর্ডের খেলা। এখানে প্রতিটি রান, উইকেট একেকটি রেকর্ডের জন্ম দেয়। এর মাঝে অনেক রেকর্ড ইতিবাচক ও গর্বের, অনেকগুলো আবার নেতিবাচক ও লজ্জার। সম্প্রতি এক পরিসংখ্যানে উঠে এসেছে নতুন এক তথ্য, যেখানে ওয়ানডেতে একটি নির্দিষ্ট মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ পাঁচে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

ওয়ানডে ফরম্যাটে কোনো নির্দিষ্ট মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ইনিংসে এই ব্যাটসম্যান করেছেন ২৬১৯ রান।

তালিকায় তার পরেই রয়েছেন শ্রীলংকান কিংবদন্তি ও সাবেক ক্রিকেটার সনথ জয়সুরিয়া। মাতারা হারিকেন খ্যাত এই মারকুটে ব্যাটসম্যান শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭০ ইনিংসে ২৫১৪ রান করেছেন।

তিন নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেকর্ডও মিরপুর স্টেডিয়ামেই। টাইগারদের ঘরের মাঠ হিসেবে আখ্যায়িত এই ভেন্যুতে ৭৬ ইনিংসে ২৪৭২ রান করেছেন সাকিব।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক রয়েছেন নির্দিষ্ট মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে। আরব আমিরাতের বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ৫৯ ইনিংসে ২৪৬৪ রান করেছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।

শীর্ষ পাঁচের শেষ ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অন্য দুই টাইগার ব্যাটসম্যানের মতো তার রেকর্ডটির ভেন্যুও মিরপুর হোম অব ক্রিকেট। এই মাঠে ৮১ ইনিংস খেলে ২৩৫১ রান সংগ্রহ করেছেন মুশফিক।

মজার ব্যাপার, এই রেকর্ডে শীর্ষ পাঁচের সকলেই এশিয়ান ব্যাটসম্যান। মূলত নিজ দেশে একটি ভেন্যুতে বেশি ম্যাচ খেলার কারণেই এমন রেকর্ডের সুযোগ পেয়েছেন ব্যাটসম্যানরা। অবশ্য ইনজামাম উল হক দেশের বাইরের মাঠে রেকর্ডটি গড়েছেন।

দেশের ক্রিকেটে সাকিব-তামিম-মুশফিকের অবদান অসামান্য। তাদের ব্যাটে ভর করেই অসংখ্য ম্যাচে জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে দেশের প্রায় সব রেকর্ডই এই তিনজনের দখলে। এই তিন ত্রয়ীর হাত ধরে সামনে আরো অনেক বিশ্বরেকর্ডে বাংলাদেশের নাম উঠবে এমন প্রত্যাশা টাইগার ভক্তদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে