বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৮:৫৩

বছরটা শেষ হতে না হতেই সবচেয়ে বড় সুখবরটি পেলেন লিটন দাস-তামিম ইকবাল

বছরটা শেষ হতে না হতেই সবচেয়ে বড় সুখবরটি পেলেন লিটন দাস-তামিম ইকবাল

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর টাইগারদের খেলা তেমন হয়নি। মাত্র তিন ওয়ানডে খেলেই বছরটা শেষ হয়েছে বাংলাদেশ দলের। যদিও টাইগারদের ওয়ানডের সংখ্যাও এ বছর কম ছিল। কিন্তু বছরটা শেষ হতে না হতেই সবচেয়ে বড় সুখবরটি পেলেন লিটন দাস-তামিম ইকবাল। মাত্র তিন ওয়ানডে খেলেও ওয়ানডের বর্ষসেরা ব্যক্তিগত সর্বোচ্চ রানে সবার উপরে নাম উঠল তামিম ইকবাল, লিটন দাসের।

এ বছরের ওয়ানডের সংক্ষিপ্ত পরিসংখ্যানটা ঘাঁটলে দেখা যাচ্ছে, তার মধ্যেই উজ্জ্বল হয়ে আছেন বাংলাদেশের লিটন ও তামিম। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন এ দুই টপ অর্ডার ব্যাটসম্যান। দুটি করে সেঞ্চুরি পেয়েছেন দুজনই, ছিল দেড় শ ছাড়ানো ইনিংস।

এ বছর ওয়ানডেতে আর কোনো ব্যাটসম্যানই দেড় শ ছাড়ানো ইনিংস খেলতে পারেননি। বছরের সর্বোচ্চ ইনিংসটিও এবার লিটনের। গত ৬ মার্চ তার রেকর্ড গড়া ১৭৬ রানের ইনিংসের পরই আছে ৩ মার্চ তামিমের খেলা ১৫৮ রানের ইনিংসটি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে ৩১১ রান করেন লিটন, তামিম করেছিলেন তার চেয়ে ঠিক ১ রান কম। দুজনের গড় দেড়শ ছাড়ানো হলেও ৫ ব্যবধানে এগিয়ে লিটন দাস (১৫৫.৫০)। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন-তামিমের রেকর্ড গড়া ২৯২ রানের জুটি এ বছর ওয়ানডের সেরা জুটি হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ১২ ও ১৩ নম্বরে যথাক্রমে জায়গা করে নিয়েছেন তামিম ও লিটন দাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে