শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০:২৩:০৭

সঙ্গীহীন হয়ে আইসিসির অভাগাদের সেই তালিকায় বাংলাদেশ

সঙ্গীহীন হয়ে আইসিসির অভাগাদের সেই তালিকায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের দলগুলোর মধ্যে করোনাকালে এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশ, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার। অভাগাদের সেই তালিকায় সঙ্গীহীন হয়ে যাচ্ছে বাংলাদেশ। ১১ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। 

সেঞ্চুরিয়নে শনিবার শুরু হচ্ছে দু'দলের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের অপেক্ষা ফুরাবে আগামী জানুয়ারিতে। করোনা মহামারীর প্রকোপ শুরুর আগে গত জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। ফেরার সিরিজে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ফেভারিট হলেও খুব বেশি পিছিয়ে রাখা যাবে না শ্রীলংকাকে। 

২০১৯ সালের শুরুতে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল তারা। সেই দলের অধিকাংশ খেলোয়াড় এবারও দলে আছেন। অন্যদিকে চোট, অবসর মিলিয়ে নতুন অধিনায়ক ডি ককের নেতৃত্বে খর্বশক্তির দল নিয়ে নামছে প্রোটিয়ারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে