শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ০৯:১৭:৩৯

মাত্র ৩৬ রানে দিন শেষ ভারতের!

মাত্র ৩৬ রানে দিন শেষ ভারতের!

স্পোর্টস ডেস্ক : এডিলেডে মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে লজ্জার রেকর্ড গড়া ভারত মেলবোর্নেও ৩৬ রানে প্রথম দিন শেষ করেছে। তবে এদিনে আর অল আউট না ১ উইকেটে ৩৬ রান করা দিন শেষ করেছে সফরকারীরা।

বক্সিং-ডে তে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বুমরাহ, অশ্বিন, সিরাজদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৯৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৩৬ রান তুলে। শুভমন গিল অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ২৮ রানে। ৩৮ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মারেন। পূজারা ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৭ রান করে নট-আউট রয়েছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অজি ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোরবোর্ডে মাত্র ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ওপেনার ম্যাথু ওয়েড ৩০ রান করে ফিরলেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন জো বার্নস ও টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

এরপর মার্নাস লাবুশানে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেই চেষ্টা ব্যর্থ করে দেন অভিষিক্ত মোহাম্মদ সিরাজ। লাবুশানেকে ফিরিয়ে দেন ৪৮ রানে। এরপর আর তেমন কেউই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৯৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে ‍৪ টি উইকেট নিয়েছেন পেসার জশপ্রিত বুমরাহ। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট। ২ উইকেট নেন সিরাজ।

পিতৃত্বকালীন ছুটিতে অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ায় টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা রাহানে। এই টেস্টে অভিষেক হচ্ছে শুভমান গিল ও মোহাম্মদ সিরাজের।

অ্যাডিলেডে ৮ উইকেটে জিতে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ- ১৯৫/১০
লাবুশানে ৪৮, ট্রাভিস হেড ৩৮
বুমরাহ ৪/৫৬, অশ্বিন ৩/৩৫

ভারত প্রথম ইনিংসঃ- ৩৬/১ (১১)
শুভমন গিল ২৮*, পুজারা ৭*

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে