সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ০৩:১৯:৫০

দুর্দান্ত প্রত্যাবর্তনে আজ ভারতের সামনে অসহায় অস্ট্রেলিয়া

দুর্দান্ত প্রত্যাবর্তনে আজ ভারতের সামনে অসহায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে মেলবোর্ন টেস্টে চালকের আসনে সফরকারী ভারত। নিজেদের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া অলআউট হয় ৩২৬ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দিনশেষে ফলোঅন এড়িয়েছে স্বাগতিকরা। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অজিরা।

পাঁচ উইকেটে ২৭৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন রাহানে ও জাদেজা। আগের দিনে সেঞ্চুরি পাওয়া ভারত অধিনায়ক আউট হন ১১২ রানে। তবে অলরাউন্ডার তকমার যথার্থতা প্রমাণ দেন রবীন্দ্র জাদেজা। ফিফটি তুলে নিয়ে দলের লিড বাড়াতে থাকেন। তার প্রতিরোধ ভাঙেন মিচেল স্টার্ক। ৫৭ রানে জাদেজা ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টেকেনি ভারতের লোয়ার অর্ডার। ৩২৬ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া।

১৩১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অজিরা। শুরুতেই বিদায় নেন জো বার্নস। লাবুশানেও ইনিংস বড় করতে পারেননি। বাজে ফর্মের বৃত্ত থেকে বের হতে পারেননি স্টিভেন স্মিথ। ভারতের দুর্দান্ত বোলিংয়ে ৯৯ রান ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কা পেয়ে বসে অজিদের। তবে তাদের মান রক্ষা করেছেন ক্যামেরুন গ্রিন। অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ২ রানের লিড নিয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে