শনিবার, ০২ জানুয়ারী, ২০২১, ০৫:০৫:১১

বছর শুরুতেই দুঃসংবাদ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

বছর শুরুতেই দুঃসংবাদ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : বছর শুরু হতে না হতেই দুঃসংবাদ। শনিবার দুপুর নাগাদ বাড়িতে জিম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। সঙ্গে অনুভব করেন বুকে ব্যাথা। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় আলিপুরের উডবার্ন হাসপাতালে। 

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ মন্ডল তাকে পরীক্ষা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আশঙ্কার কোনও কারণ নেই। তবে, হাসপাতালে সৌরভকে রাখা হচ্ছে কয়েকদিন। চরকির মতো ঘুরপাক খান সৌরভ। বোর্ডের কাজের চাপ আছে। তারপর এই উড়ানের চাপ। ক'দিন আগেই দিল্লি গিয়েছিলেন। যেখানেই যান প্রতিদিন জিম করা তার অভ্যাস। বেহালার বাড়ি মা মঙ্গলচন্ডী ভবনে বসিয়ে নিয়েছেন আধুনিক জিম। সেখানেই শনিবার অসুস্থ হয়ে পড়লেন বাংলার মহারাজ।

সকাল বেলায় জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল বলে জানান। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলী বলেন, ''ওর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে সৌরভ স্থিতিশীল।'' হাসপাতালে আছেন স্ত্রী ডোনাও। বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছেন সানাও। 

অসুস্থ সৌরভের খোঁজ নিতে উদ্বিগ্ন বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফোন করলেন পশ্চিমবঙ্গের বিজেপির অন্যতম পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। সৌরভের দাদা স্নেহাশিসের সঙ্গেও কথা হয় অমিতের। হাসপাতাল সূত্রে খবর, এখনই উদ্বেগের কিছু নেই। তার শারীরিক সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে