সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ০৯:৪৯:১৫

আমি খুশি যে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাতে হয়: সাকিব

আমি খুশি যে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাতে হয়: সাকিব

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরলেও ভালো করতে পারেননি সাকিব। লম্বা বিরতির পর ২২ গজে ছন্দ ফিরে পাওয়া কতটা কঠিন, কিছুটা নমুনা দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। আন্তর্জাতিক ক্রিকেটেও কাজটি সহজ হওয়ার কথা নয়। এই বাস্তবতা জানেন সাকিব আল হাসান। তবে নিজের সেরা ফর্মে ফেরার চেষ্টায় কোনো কমতি তিনি রাখবেন না, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বললেন এই অলরাউন্ডার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে গত ১৫ ডিসেম্বর শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি দেশে ফিরলেন রোববার সকালে। লক্ষ্য এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুত হওয়া।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব। খুব সুখকর হয়নি তার এই ফেরা। এই টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে কেবল ১১০ রান করতে পারেন ১২.২২ গড়ে। বল হাতে উইকেট ছিল মোটে ৬টি।

দীর্ঘ বিরতির পর নিজেকে খুঁজে পেতে সময় লাগাটা অস্বাভাবিক নয়। তবে সাকিব বলেই প্রত্যাশা সবসময় আকাশচুম্বি। অনেক প্রতিকূলতা ঠেলেই তিনি পারফর্ম করেছেন ক্যারিয়ার জুড়ে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মলিন থাকার পরও তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার প্রতি চাওয়া কম থাকবে না দলের ও সবার।

সাকিব নিজেও প্রত্যাশার সেই পরিধির কথা জানেন। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, চেষ্টা করবেন আশা পূরণ করতে।

“অবশ্যই একটা প্রত্যাশা তো থাকেই। নিজের কাছে নিজের আছে, সবার আছে। সে হিসেবে চেষ্টা করব যেন আগের জায়গাতে থাকতে পারি। তবে সবই বোঝা যাবে যখন খেলাটা শুরু হবে। অবশ্যই সহজ হবে না আমার জন্য। তবে আমি নিজের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব।”

নিজের পারফরম্যান্স নিয়ে সংশয় থাকলেও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের সাফল্য না পাওয়ার কারণ দেখছেন না সাকিব। কোভিডের শঙ্কা ও ব্যক্তিগত কারণ মিলিয়ে ক্যারিবিয়ানদের নিয়মিত ১২ ক্রিকেটার আসছেন না বাংলাদেশ সফরে। নিজেদের জয়টা তাই অপরিহার্য মনে করছেন সাকিব। পাশাপাশি তিনি ক্যারিবিয়ানদের প্রতি কৃতজ্ঞতাও জানালেন এই কঠিন সময়ে সফরে আসার জন্য।

“যে দুটি দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আমার কাছে মনে হয় আমরা যদি ভালো করতে না পারি, আমাদের জন্য হতাশাজনক হবে। সে জায়গা থেকে আমি আশাবাদী যে আমাদের ভালো করা উচিত।”

“তবে আমি খুশি যে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে। তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, তাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারছে বাংলাদেশ। আর…রোমাঞ্চকর, সব মিলিয়ে।”

যার অসুস্থতার কারণে সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছিলেন, সেই শ্বশুর মারা গেছেন। পারিবারিক এই বিয়োগের কদিন পর একটি সুখবরও তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই অলরাউন্ডার। অনাগত সন্তানের জন্য তিনি দোয়া চাইলেন সবার কাছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে