বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১, ০৮:২৫:৫৯

৫০ বছর আগে ৫ জানুয়ারি ১৯৭১ সালে ওয়ান ডে ক্রিকেটের অভিষেক

 ৫০ বছর আগে ৫ জানুয়ারি ১৯৭১ সালে ওয়ান ডে ক্রিকেটের অভিষেক

স্পোর্টস ডেস্ক :  আজ থেকে ৫০ বছর আগে অভিষেক হয়েছিল ওয়ান ডে ক্রিকেটের৷ ৫ জানুয়ারি, ১৯৭১। যার সাক্ষী ছিল এমসিজি৷ বৃষ্টি পরিত্যক্ত টেস্টে অনেকটা বাধ্য হয়েই মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা৷ শুধুমাত্র দর্শকদের বিনোদনের কথা ভেবে আয়োজন করা হয়েছিল ৪০ ওভারের একটি ম্যাচের৷ পরে যা প্রথম ওয়ান ডে ম্যাচের স্বীকৃতি পায়৷

এই ম্যাচ যে ইতিহাস হতে চলেছে বুঝতেই পারেননি সেই ম্যাচের ইংল্যান্ড অধিনায়ক রে ইলিংওয়ার্থ। ৮০ হাজার পাউন্ড ক্ষতি ও দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবে সেদিন একটি চ্যারিটি ম্যাচ খেলতে রাজি হয়েছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা৷ ৮ বলের ওভারের এই ম্যাচে এমসিজি আশা করেছিল ২০ হাজার দর্শকের৷ কিন্তু সেদিন মাঠে হাজির হয়েছিলেন ৪৫ হাজারের বেশি দর্শক৷ তবে সেদিনের এই ম্যাচ (ওয়ান ডে) হয়েছিল লাল বল এবং সাদা পোশাকে৷

অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বিল লরি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন৷ ৩৯.৪ ওভারে ১৯০ রানে অল-আউট হয়ে গিয়েছিল রে ইলিংওয়ার্থের ইংল্যান্ড৷ রান তাড়া করতে নেমে ৩৫ ওভারে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ ১০৩ বলে ৬০ রান করেছিলেন ইয়ান চ্যাপেল৷ তবে ১১৯ বলে ৮২ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন ইংল্যান্ডের জন এডরিক৷

৮৮ বছরের ইলিংওয়ার্থের আজও সেই ম্যাচের স্মৃতি টাটকা। তিনি বলেন, ‘ওই ম্যাচ আমাদের সূচিতে ছিল না। হঠাৎ করেই জানিয়ে দেওয়া হয়, আমাদের খেলতে হবে৷ আমরা কেউ ম্যাচটা প্রথমে খেলতে চাইনি। আমাদের রাজি করানোর জন্য প্রথমে খুব বাজে ব্যবহার করা হয়। আমরা কেউ সেই ম্যাচ সিরিয়াসলি নিইনি। খুব বেশি টাকাও আমরা পাইনি আমরা। অস্ট্রেলিয়া যদিও পুরো ম্যাচ ফি পেয়েছিল।’

৫০ বছর পর এবং টি-২০ যুগেও ওয়ান ডে ক্রিকেটের ঐতিহ্য একটুও কমেনি। এখনও চার বছর অন্তর ওয়ান ডে বিশ্বকাপ হয়৷ ২ ডিসেম্বর, ২০২০ ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া সিরিজের শেষ ম্যাচটি এখনও পর্যন্ত শেষ ওয়ান ডে ম্যাচ৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে